ব্রিটেনকে হারিয়ে হকির সেমিফাইনালে হরমনপ্রীতরা
ভারতের অমিত রোহিদাস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের ভারতকে পেয়েও জিততে পারল না ব্রিটেন।
August 4, 2024
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে জিতল ভারত। নির্ধারিত সময়ের শেষে খেলা হয় ১-১ ফলাফলে, পেনাল্টি শুট আউটে জয় ছিনিয়ে নিয়ে শেষ চার পৌঁছে গেলেন হরমনপ্রীতরা। এদিন ভারতের হয়ে প্রথম গোল করেন হরমনপ্রীত। ব্রিটেনের মর্টন লি সমতা ফেরান। ভারতের অমিত রোহিদাস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দশজনের ভারতকে পেয়েও জিততে পারল না ব্রিটেন। দুরন্ত ছন্দে ছিলেন ভারতের গোলরক্ষক পিআর শ্রীজেশ।