Parliament Winter Session: কোন কোন বিল পেশ করতে পারে সরকার?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:০০: আগামীকাল অর্থাৎ সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। যা চলবে ১৯ ডিসেম্বরস পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিলে মাত্র ১৫ দিন অধিবেশন বসবে। যা কার্যত বেনজির! প্রথা মেনে অধিবেশন শুরুর আগে, রবিবার সংসদে সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। বৈঠকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR), দিল্লি বিস্ফোরণ নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। শোনা যাচ্ছে, শীতকালীন অধিবেশনে ১৪টি বিল পেশ করতে পারে কেন্দ্র।
কেন্দ্রের তরফে পেশ করতে চলা বিলগুলির মধ্যে উল্লেখ্যযোগ্য হল ‘অ্যাটমিক এনার্জি বিল, ২০২৫’। পরমাণু শক্তি ক্ষেত্র বেসরকারি বিনিয়োগের জন্য খুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিল। অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, ১৯৬২ অনুসারে এত দিন পরমাণু শক্তি ক্ষেত্র পুরোপুরি সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল। পরমাণু শক্তি দপ্তরের অধীনে ছিল, এবার থেকে তা উন্মুক্ত হচ্ছে।
এছাড়াও দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বশাসিত করতে উচ্চ শিক্ষা কমিশন অফ ইন্ডিয়া বিল, ২০২৫ পেশ করতে পারে কেন্দ্র। পেশ হতে পারে জন বিশ্বাস (বিধান সংশোধন) বিল, ২০২৫, দেউলিয়া ও দেউলিয়া কোড (সংশোধন) বিল, ২০২৫, মণিপুর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (দ্বিতীয় সংশোধনী) বিল, ২০২৫, প্রত্যাহার ও সংশোধন বিল, ২০২৫, জাতীয় মহাসড়ক (সংশোধন) বিল, ২০২৫, কর্পোরেট আইন (সংশোধন) বিল, ২০২৫, সিকিউরিটিজ মার্কেটস কোড বিল, ২০২৫, বিমা আইন (সংশোধন) বিল, ২০২৫, অরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন (সংশোধন) বিল, ২০২৫, কেন্দ্রীয় আবগারি (সংশোধন) বিল, ২০২৫ এবং স্বাস্থ্য সুরক্ষা ও জাতীয় সুরক্ষা কর বিল, ২০২৫।