সারমেয়র জন্য ফ্ল্যাট বানিয়েছিলেন পার্থ! টাকার উৎস জানতে চাইল আদালত
পাশাপাশি, আজ ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে পদত্যাগ করার পরামর্শ দেন অভিজিৎ বাবু। তিনি বলেন, পদত্যাগ প্রসঙ্গে আমি আমার মতপ্রকাশ করেছি।
Authored By:

এসএসসি দুর্নীতি মামলায় আরও আতান্তরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজকে আদালতে শুনানি চলাকালীন মন্ত্রীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মন্ত্রীর নাকতলার ফ্ল্যাট নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পার্থর সম্পত্তির পরিমাণ কত তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন বিচারপতি।
পাশাপাশি, আজ ফের একবার পার্থ চট্টোপাধ্যায়কে পদত্যাগ করার পরামর্শ দেন অভিজিৎ বাবু। তিনি বলেন, পদত্যাগ প্রসঙ্গে আমি আমার মতপ্রকাশ করেছি। পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতারা পদত্যাগ করেছেন। লালবাহাদুর শাস্ত্রী ৫৫ বছর আগে উদাহরণ স্থাপন করেছেন। বাংলা পারছে না? রাজনীতিতে কী আছে? পার্থবাবু শিবদাস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। রবিন দেব এবং দিলীপ ঘোষের ভাল বন্ধু। দৃঢ়তা দেখাতে পারছেন না?
বিচারপতির আরও মন্তব্য, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ওএসডি এবং আপ্ত সহায়ক এসএসসির উপদেষ্টা কমিটিতে ছিলেন। তাঁরা সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে রিপোর্ট দিতেন। তাই এই কমিটির বিষয়ে পার্থবাবু কিছু জানতেন না, আমি বিশ্বাস করি না।