ফেসবুকের ছবিতে চাকরি প্রার্থীদের কমেন্টে নাজেহাল পার্থ

প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোথায় কী রকম শিক্ষকের চাহিদা, তা দেখে নিয়ম অনুযায়ী নিয়োগ হবে।

July 26, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

ফেসবুক প্রোফাইল ছবিতে শিক্ষকপদ প্রার্থীরা চাকরি না-পাওয়ার সমস্যার কথা লিখলেই যে সমাধান হবে না, সেটা সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কারণ তিনি চাকরিদাতা নন। সেই সঙ্গেই আশ্বাস দিয়েছেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যাঁরা যোগ্য, নিয়ম মেনে তাঁদের নিয়োগ হবে।

এই প্রসঙ্গে পার্থবাবু বলেন, ”আমরা নিয়োগ-বিরোধী নই। আমাদের আমলে শিক্ষকপদে প্রচুর চাকরি হয়েছে। আদালতের জটিলতায় কিছু চাকরিপ্রার্থীর নিয়োগ আটকে রয়েছে। তবে প্রাথমিক শিক্ষকপদে নিয়োগ প্রক্রিয়া আটকে নেই। আমি পুরো বিষয়টিই খোঁজ নিয়ে দেখছি।”

টেট পাশ, ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত বহু চাকরিপ্রার্থী, চাকরির আশায় বসে আছেন বছরের পর বছর। অতিমারির জন্য এখন আন্দোলনও স্থগিত। কিন্তু নিয়োগপত্র না-পেয়ে ওই প্রার্থীরা আবার রাস্তায় নামার হুমকি দিয়েছেন। শিক্ষক নিয়োগের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবি জানিয়েছেন তাঁরা।

প্রার্থীদের উদ্দেশ্যে পার্থবাবু বলেন, ”আমরা শিক্ষক নিয়োগের বিষয়ে যথেষ্ট উদ্যোগী এবং আন্তরিক। কিন্তু উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া মামলার জটিলতায় আটকে আছে। সেখানে আমাদের কী করার আছে! শিক্ষকপদে নিয়োগ বন্ধ হবে না। কিন্তু উপযুক্ত পরিস্থিতি না-থাকলে কী করে নিয়োগ করব!”

তিনি আরো জানান, প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিষয়ে বিস্তারিত ভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোথায় কী রকম শিক্ষকের চাহিদা, তা দেখে নিয়ম অনুযায়ী নিয়োগ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen