ডিজিটাল ইন্ডিয়া নিয়েও বঞ্চনা? বিপাকে বাংলা-সহ অবিজেপি রাজ্যগুলো

ডিজিটাল ইন্ডিয়া এবার বিশ বাঁও জলে, ক্ষমতায় বসার পর থেকেই ডিজিটাল ভারতের স্বপ্ন ফেরি করে বেরান মোদী কিন্তু আদতে ছবিটা একেবারেই আলাদা

January 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডিজিটাল ইন্ডিয়া এবার বিশ বাঁও জলে, ক্ষমতায় বসার পর থেকেই ডিজিটাল ভারতের স্বপ্ন ফেরি করে বেরান মোদী কিন্তু আদতে ছবিটা একেবারেই আলাদা। কেবল প্রচারই সার। লোকসভা ভোটের প্রাক্কালে মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ডিজিটাল ইন্ডিয়া! বিজেপি সরকারের সাম্প্রতিক রিপোর্ট বলছে, ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রেও বঞ্চনার শিকার বাংলা-সহ বিরোধী শাসিত অবিজেপি রাজ্যগুলি।

প্রধানমন্ত্রী গ্রামীণ ডিজিটাল সাক্ষরতা অভিযান প্রকল্পের বাজেট বরাদ্দ বন্ধ, কারণ ডাবল ইঞ্জিন রাজ্যগুলি লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছে গিয়েছে। যদিও অবিজেপি রাজ্যগুলোতে লক্ষ্য এখনও ঢের বাকি। বিরোধীদের সাফ অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলির যাতে সমস্যা না হয় এবং বিরোধী রাজ্যগুলো যাতে বিপদে পড়ে, তাই এমন ফন্দি এঁটেছে মোদী সরকার।

গ্রামীণ ভারতের প্রতিটি বাড়ি থেকে অন্তত একজন করে সদস্যকে কম্পিউটার, ইন্টারনেট পরিষেবা-সহ বিভিন্ন ডিজিটাল বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে ২০১৭ সালে প্রকল্পটি চালু হয়। তারপর থেকে তথ্য-প্রযুক্তি মন্ত্রক ফি অর্থ বছরে ২৫০-৩০০ কোটি টাকা করে বরাদ্দ হয়েছে এই প্রকল্পে। তবে ২০২৩-২৪ অর্থ বছরে এই প্রকল্পে কোনও বরাদ্দ করা হয়নি। মোদী সরকার আর এই প্রকল্প চালাতে চাইছে না কিন্তু কেন এমনটা হল? কোথায় তাল কাটল?

এই প্রকল্প সংক্রান্ত একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইতিমধ্যেই প্রকল্পের ৯০ থেকে ৯৫ শতাংশের বেশি টার্গেট পূরণ হয়েছে। এই তথ্য সামনে আসতেই প্রকল্পের অর্থবরাদ্দ নিয়ে উদাসীন হয়ে পড়েছে মোদী সরকার। অধিকাংশ বিরোধী শাসিত রাজ্যেই প্রকল্প বাস্তবায়নের পঞ্চাশ শতাংশেরও কম। সেই তালিকায় রয়েছে বাংলা, কেরল, তামিলনাড়ু, তেলেঙ্গানা, দিল্লি ইত্যাদির মতো অবিজেপি রাজ্য। এহেন তথ্য সামনে আসাতেই বিতর্ক আরম্ভ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen