মানুষ দুয়ারে সরকারের সম্পর্কে অপপ্রচার আর ভাঁওতাবাজিতে বিশ্বাস করছে না: তৃণমূল

সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে দুয়ারে সরকারের পঞ্চম দফার শিবিরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

January 30, 2021 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

আজ তৃণমূল ভবনে (Trinamool Bhavan) সাংবাদিক বৈঠকে রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা সুব্রত মুখার্জী বলেন যে যদিও বিরোধীরা বলছে ভোটের জন্যই ‘দুয়ারে সরকার’,‘পাড়ায় সমাধান’ এইরকম কর্মসূচি এনেছে রাজ্য সরকার কিন্তু একদিকে বিরোধীরা দুয়ারে সরকারের নামে অপপ্রচার করছে আর অন্যদিকে তাদেরই বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছে দুয়ারে সরকার কর্মসূচিতে। তৃণমূল স্তরে পরিষেবা নিয়ে পৌঁছে গিয়েছে সরকার। অনেকেই অনেক কিছু বলেন। তাঁরা জানেন না, বাস্তবে কী হচ্ছে। মানুষ দুয়ারে সরকারের সম্পর্কে অপপ্রচার আর ভাঁওতাবাজিতে বিশ্বাস করছে না। সেই জন্যই দুয়ারে সরকার সম্পর্কে প্রশংসা করছে বিশ্বব্যাংক,ইউনিসেফ। সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে দুয়ারে সরকারের (Duare Sarkar) পঞ্চম দফার শিবিরের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুব্রত মুখার্জী আজ ‘দুয়ারে সরকার’-এর কিছু খতিয়ানও তুলে ধরেন :

•মোট ১২টি প্রকল্পে সাধারণ মানুষের নাম নথিভুক্ত করছেন প্রশাসনিক আধিকারিকরা
•পঞ্চম দফায় শিবির শুরু হয়েছে ২৭ জানুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত
•চার দফার শিবিরে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ লোক ২৫ হাজারেরও বেশি ক্যাম্পে এসেছেন।
•এর মধ্যে প্রায় ৭৭ শতাংশ উপভোক্তার হাতেই পরিষেবা তুলে দেওয়া হয়েছে
•চারটি পর্যায়ে এখনও পর্যন্ত ৩০ হাজার শিবির হয়েছে
•স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন ৭৬.২৬ লক্ষ
•জাতি শংসাপত্র পেয়েছেন ১৫.০৪ লক্ষ
•খাদ্যসাথীতে নথিভুক্ত হয়েছেন ১৩.৩৯ লক্ষ
•কন্যাশ্রী পেয়েছেন ২.৯৮ লক্ষ
•বিধবা ভাতা এবং পেনশনের জন্য ১৫ লাখ আবেদন জমা পড়েছিল। ১০০ শতাংশ আবেদনেই অনুমোদন দিয়েছে রাজ্য সরকার
•পরিযায়ী শ্রমিকদের ৩ লক্ষ ৮১ হাজার ৬০৪ জনকে নতুন জব কার্ড দেওয়া হয়েছে
•৬৪ লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দেওয়া হয়েছে
•১০০ দিনের কাজে সেরা পশ্চিমবঙ্গ। ৩৬ কোটি কর্মদিবস তৈরি হয়েছে, কাজ করেছেন ১.১ কোটি মানুষ
•দুয়ারে সরকার এর জন্য ইতিমধ্যেই ৮৭০০ কোটি টাকা রিলিজ করা হয়েছে
•‘পাড়ায় সমাধান’ প্রকল্পে এখনও পর্যন্ত ১০ হাজারেরও বেশি প্রকল্প হাতে নেওয়া হয়েছে
•কলকাতা চার বছর ধরে নিরাপদ শহর। আমাদের সরকার ইতিমধ্যেই ৫০০টি বৈঠক করেছে। আমরা সবার কাছে গেছি। এই সরকার প্রথম জেলায় গিয়েছে, জেলাকে আসতে হয়নি এখানে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen