রাজ্যের ‘নদী বন্ধন’ প্রকল্প নিয়ে আশার আলো দেখছেন মালদহের ভাঙন পীড়িত অঞ্চলের মানুষ

নদী ভাঙন মালদহের অন্যতম বড় সমস্যা।

February 14, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্যের ‘নদী বন্ধন’ প্রকল্প নিয়ে আশার আলো দেখছেন মালদহের ভাঙন পীড়িত অঞ্চলের মানুষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার পেশ হওয়া রাজ্য বাজেটে ‘নদী বন্ধন’ নামে এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মূল লক্ষ্য নদী ভাঙন সমস্যার সুরাহা করা। ওই প্রকল্পে বরাদ্দ হয়েছে ২০০ কোটি টাকা।

নদী ভাঙন মালদহের অন্যতম বড় সমস্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে এসে একাধিকবার ভাঙন নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ভাঙন রোধে সক্রিয় ভূমিকা পালন ও আর্থিক বরাদ্দের জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠিও দেওয়া হয়েছে রাজ্যের তরফে। কিন্তু তাতে কেন্দ্রের তেমন হেলদোল দেখা না যাওয়ায় এবার নিজেদের উদ্যোগেই ভাঙন রোধের পথে হাঁটার বার্তা দিয়েছে রাজ্য সরকার। এতে খুশি মানিকচক, ভূতনি, রতুয়া, বীরনগর, পারলালপুর সহ একাধিক ভাঙন দুর্গত এলাকার বাসিন্দারা। গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির অন্যতম কর্মকর্তা তরিকুল ইসলামের বক্তব্য, রাজ্য সরকার অন্তত বিষয়টিকে মান্যতা দিয়েছে। এই বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে আমরা চাই নদী বন্ধন প্রকল্পের এই বরাদ্দ ব্যয় করা হোক ভাঙন পীড়িত মানুষদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য।

ভাঙন রোধের ক্ষেত্রে এই বরাদ্দ একটি সদর্থক পদক্ষেপ। বরাদ্দ আরও বেশি হলে ভালো হতো। তবে বিষয়টি অবশ্যই ইতিবাচক। সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, হাজার হাজার মানুষ প্রতি বছর নদী ভাঙনের শিকার হচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী ওই ভাঙন পীড়িত মানুষদের পাশে থাকার জন্য ওই বরাদ্দ করেছেন। তাঁকে জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen