রাজধানীতে পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা? বিস্ফোরণ নিয়ে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

November 10, 2025 | 3 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:২৫: সোমবার সন্ধ্যায় রাজধানী দিল্লির হৃদয়ে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে স্তম্ভিত গোটা দেশ। সন্ধ্যা ৬টা ৫২ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ঘটে বিস্ফোরণ। প্রাথমিক তদন্তে অনুমান, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা। এখন পর্যন্ত অন্তত নয় জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েকজন। আতঙ্ক ছড়িয়েছে চাঁদনি চক–সহ আশপাশের এলাকায়।

ঘটনার পরপরই শোক ও উদ্বেগের বার্তা দিয়েছেন দেশের সর্বোচ্চ নেতারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’-এ পোস্ট করে লিখেছেন, “দিল্লিতে বিস্ফোরণে যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছি।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, “দিল্লির বিস্ফোরণে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘আমি দিল্লির সিপি এবং স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধানের সঙ্গে কথা বলেছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যা উঠে আসবে, সব প্রকাশ করা হবে জনসমক্ষে।’’

বিরোধী নেতা রাহুল গান্ধী এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক’ বলে উল্লেখ করে লিখেছেন, “নিরীহ মানুষের প্রাণহানি গভীর বেদনাদায়ক। শোকাহত পরিবারগুলির পাশে রয়েছি।”

পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণের খবরে আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও শোক প্রকাশ করেছেন এবং ঘটনার দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

এই মুহূর্তে গোটা রাজধানীজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দেশজুড়ে উদ্বেগ বাড়লেও আশাবাদী সবাই—ন্যায়বিচার ও সত্য উদঘাটনে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen