নাটক করছেন মোদী, নিরাপত্তা ইস্যুতে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, চাপ দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়েই পঞ্জাবের মনজয় করা সম্ভব।

January 7, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

‘সবটাই গিমিক!’ নিরাপত্তা ইস্যুতে এবার সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি। তাঁর দাবি, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শ্রদ্ধেয়। কিন্তু, তাঁর মাপের জাতীয় নেতার এই ধরনের নাটক অশোভন।’ হোশিয়ারপুরের নিউ গ্রেন মার্কেটে উন্নয়নমূলক কাজের উদ্বোধনে গিয়ে ওই মন্তব্য করেন চান্নি। এমনটাই সূত্রের খবর। ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার ক্ষেত্রে কোনও সমস্যাই ছিল না। এবার প্রশ্ন, তাহলে কেন মোদী ওই কাণ্ড ঘটালেন? চান্নির উত্তর, ‘BJP-র ফিরোজপুরের সভায় কম লোক হয়েছিল। আর সেই কারণেই প্রধানমন্ত্রী সভা বাতিল করেছেন।’

চান্নি বলেন, ‘জনসভায় প্রায় সমস্ত চেয়ার খালি দেখেই দিল্লিতে ফিরে যান প্রধানমন্ত্রী। আর তারপরেই নিরাপত্তার অভাব নিয়ে অভিযোগ করেন তিনি।’ তাঁর সংযোজন, ‘প্রধানমন্ত্রীর সফর বাতিল করার সিদ্ধান্ত আসলে বড়সড় ষড়যন্ত্রের অংশ। পঞ্জাবকে কালিমালিপ্ত করাই উদ্দেশ্য ছিল। আমরা তো দেখেছি জম্মু কাশ্মীরে কী হয়েছে।’

চান্নি মনে করিয়ে দিয়েছেন, ‘দেশ রক্ষার জন্য পঞ্জাবের মানুষেরা কখনও মৃত্যুবরণ করতে পিছপা হননি। একতা, সাম্য এবং সম্মানের জন্য লড়াই করেছেন। ইতিহাস তার সাক্ষী।’ তাঁর প্রশ্ন, ‘এখন হঠাৎ পঞ্জাবিরা প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন করার কথা ভাববে কেন বলতে পারেন? যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাঁরা তো নরেন্দ্র মোদীর চেয়ে প্রায় এক কিলোমিটার দূরে ছিলেন। কোনও স্লোগানও দেওয়া হয়নি। শুধুমাত্র নীরবে প্রতিবাদ করছিলেন। তাহলে প্রাণ সংশয়ের প্রশ্ন আসছে কী ভাবে?’

চান্নি বলেন, ‘BJP র জনসভায় লোক হয়নি। আর সেই চিত্রই বলে দিচ্ছিল, এই মুহূর্তে রাজ্যে BJP র অবস্থা ঠিক কী। এদিকে কংগ্রেসের মিছিল কিংবা সভায় উপচে পড়ে ভিড়। বুধবারের সভা খালি হওয়ায় BJP নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। এরপরেই ওই গিমিক করা হয়।’ চান্নির অভিযোগ, প্রধানমন্ত্রীর জীবন পঞ্জাবে এসে বিপন্ন হয়েছে এমন দর্শিয়ে রাষ্ট্রপতি শাসন শুরু করার ছক কষা হয়েছিল।

এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, চাপ দিয়ে নয়, বরং ভালোবাসা দিয়েই পঞ্জাবের মনজয় করা সম্ভব। দেশের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রকে পঞ্জাবের বাসিন্দারা মজবুত করেছেন, দাবি চান্নির। পাশাপাশি, তিনি এও মনে করিয়ে দেন যে পঞ্জাবেরই বেশি যুবক সীমান্ত পাহারা দিচ্ছেন এই মুহূর্তে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen