আমজনতাকে মোদীর মার্কিন সফরের গুরুত্ব বোঝাতে আসরে কেন্দ্রের মন্ত্রীরা?

সরকারি মোদীর মার্কিন সফরের প্রচার করা হয়েছে, এবার দলীয়ভাবে নামছে বিজেপি।

June 28, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
মার্কিন সফরের গুরুত্ব বোঝাতে আসরে কেন্দ্রের মন্ত্রীরা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্কিন সফর সেরে ফিরেছেন মোদী কিন্তু মার্কিন সফরের রেশ জিইয়ে রাখতে মরিয়া বিজেপি। অর্থাৎ যতদিন ভাঙিয়ে চলা যায় আরকি। বিজেপির এখন উদ্দেশ্য হল মোদীর সাম্প্রতিক মার্কিন সফরের গুরুত্ব ও ফলাফল ব্যাখ্যা করা। সেই উদ্দেশ্যে পূরণেই, একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে সাংবাদিক বৈঠক করানোর পথে হাঁটছে বিজেপি। নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, নগরোন্নয়নমন্ত্রী হরদীপসিং পুরী বা শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবরা প্রত্যেকেই বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে মোদীর মার্কিন সফরের গুরুত্ব ব্যাখ্যা করছেন।

সরকারি মোদীর মার্কিন সফরের প্রচার করা হয়েছে, এবার দলীয়ভাবে নামছে বিজেপি। মোদীর মার্কিন সফরের গুরত্ব আমজনতারকে কার্যত পাখি পড়ানোর মতো করে বুঝিয়ে দিতে চাইছে বিজেপি। আগামীতেও বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের দিয়ে এ নিয়ে সাংবাদিক বৈঠক করানো হবে, বলে খবর মিলছে। পাশাপাশি একাধিক সভা-সমাবেশে বা প্রচার মঞ্চেও মোদীর মার্কিন সফরের প্রসঙ্গ টেনে আনবেন নেতা-মন্ত্রীরা। লাগাতার প্রচার চালানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen