মাত্র চার বছরেই মুখ থুবড়ে পড়ল মোদীর ‘স্বপ্নের’ প্রকল্প, PLI প্রকল্প বন্ধ করতে চলেছে কেন্দ্র

চীন থেকে বিভিন্ন সংস্থার কারখানা ভারতে সরিয়ে আনতে উৎসাহ দিতে চার বছর আগে ১.৯৭ লক্ষ কোটি টাকার পিএলআই প্রকল্প নিয়ে এসেছিল কেন্দ্র।

March 24, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চীনকে টেক্কা দিতে গিয়ে বেকায়দায় ভারত! মাত্র চার বছরেই পিছু হাটল কেন্দ্র। প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) বা উৎপাদন ভিত্তিক উৎসাহ প্রকল্প বন্ধ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। চার সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। চীন থেকে বিভিন্ন সংস্থার কারখানা ভারতে সরিয়ে আনতে উৎসাহ দিতে চার বছর আগে ১.৯৭ লক্ষ কোটি টাকার পিএলআই প্রকল্প নিয়ে এসেছিল কেন্দ্র।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে শিল্পে ইনসেনটিভ দেওয়া বন্ধ করতে বুধবার বিধানসভায় বিল পাশ করিয়েছে রাজ্য সরকার। এখন ভারতে ১৪টি শিল্প ক্ষেত্রে পিএলআই প্রকল্প চালু রয়েছে। বিভিন্ন শিল্প ক্ষেত্র বিশেষে পিএলআই প্রকল্পের মেয়াদ ৫–৬ বছর। এই ১৪টি শিল্প ক্ষেত্রের বাইরে অন্য কোনও ক্ষেত্রের জন্য প্রকল্পটির সম্প্রসারণ করা হবে না এবং উৎপাদনের চূড়ান্ত সময়সীমাও আর বাড়ানো হবে না বলে দুই আধিকারিক জানিয়েছেন।

অ্যাপলের চুক্তিভিত্তিক নির্মাতা সংস্থা ফক্সকন ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়–সহ ৭৫০টির মতো সংস্থা পিএলআই প্রকল্পে যোগ দিয়েছে। প্রকল্পের শর্ত অনুযায়ী, কোনও একটি সংস্থা নির্ধারিত উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্জন করতে পারলে তারা সরকারের থেকে নগদ ইনসেনটিভ পাবে। কেন্দ্র আশা করেছিল, এই প্রকল্পের মাধ্যমে ভারতীয় অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের অংশীদারি ২০২৫ সালের মধ্যে বাড়িয়ে ২৫ শতাংশে নিয়ে যাওয়া যাবে। কিন্তু, তা হয়নি। উল্টে পিএলআই প্রকল্প চালু হওয়ার পরে ভারতের অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের অংশীদারি ১৫.৪% থেকে কমে হয়েছে ১৪.৩%। পিএলআই প্রকল্পে যোগ দেওয়া বহু সংস্থা উৎপাদনই শুরু করতে পারেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen