দেবী কালী সালঙ্কারা, কলকাতার ৪৮টি মণ্ডপে মায়ের গয়নার রক্ষার দায়িত্বে পুলিশ

October 20, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:০০: আজ কালীপুজো। মণ্ডপে মণ্ডপে সোনা-রুপোর অলংকারে সেজে উঠেছেন মা। কলকাতার ৪৮টি মণ্ডপে প্রতিমার গয়না রক্ষার দায়িত্ব পালন করবে কলকাতা পুলিশের। রাইফেলধারী পুলিশকর্মী ও আধিকারিকরা গয়না দেখভালের দায়িত্ব পালন করবেন।

কলকাতার বেশ কিছু প্রাচীন বারোয়ারি পুজোয় কালী প্রতিমা সোনা ও রুপোর গয়নায় সাজিয়ে তোলা হয়। প্রতিমায় কম পরিমাণ গয়না থাকলে পুজো উদ্যোক্তারা নিজেরা নিরাপত্তারক্ষীদের নিয়োগ করে সুরক্ষার ব্যবস্থা করেন। লালবাজার জানিয়েছে, ৪৮টি মণ্ডপে গয়নার পরিমাণ বেশি। পুজো উদ্যোক্তারা গয়নার পরিমাণ উল্লেখ করে পুলিশের কাছ সুরক্ষার আবেদন জানান। আবেদনে সাড়া দিয়ে আজ, সোমবার থেকে মণ্ডপগুলিতে পুলিশের পাহারা থাকছে। কালীপুজো থেকে যতক্ষণ না গয়না খুলে নেওয়া হচ্ছে, মণ্ডপগুলিতে তিনটি শিফটে নিরাপত্তার দায়িত্বে থাকবেন দু’জন করে রাইফেলধারী কনস্টেবল।

কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর সদস্যরাও থাকবেন। কয়েকটি মণ্ডপে একজন করে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও থাকবেন। পুজো উদ্যোক্তারা নিজেরাও প্রতিমার গয়নার উপর নজরদারি চালাবেন। বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করছেন অনেকেই। মণ্ডপে বসাচ্ছেন গেট।

৪৮টি মণ্ডপের মধ্যে সবথেকে বেশি রয়েছে মণ্ডপ রয়েছে উত্তর কলকাতায়। সংখ্যাটা ১৯। মণ্ডপগুলি মূলত চিৎপুর, আমহার্স্ট স্ট্রিট, টালা, শ্যামপুকুর, পাথুরিয়াঘাটা, জোড়াবাগান এলাকায় ছড়িয়ে রয়েছে। মধ্য কলকাতার মুচিপাড়া, তালতলা, পোস্তা, গিরিশ পার্কে পুলিশের বিশেষ পাহারায় থাকছে সাতটি মণ্ডপ। শুধু তালতলাতেই রয়েছে তিনটি মণ্ডপ। দক্ষিণ কলকাতায় আলিপুর, নিউ আলিপুর, চেতলা, টালিগঞ্জ এলাকায় রয়েছে আটটি মণ্ডপ, সেগুলিতে পুলিশের পাহারা থাকছে। পূর্ব কলকাতার ট্যাংরা, এন্টালিতে পাঁচটি মণ্ডপে গয়নার পাহারা থাকছে পুলিশ। দক্ষিণ-পূর্ব কলকাতার বেনিয়াপুকুর এলাকার পাঁচটি মণ্ডপ, পশ্চিম বন্দর এলাকার একটি কালীপুজো মণ্ডপ এবং দক্ষিণ শহরতলির যাদবপুর, রিজেন্ট পার্ক ও নেতাজি নগরে তিনটি মণ্ডপে পুলিশি প্রহরা থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen