উত্তরবঙ্গে জোরকদমে চলছে দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের কাজ, নজর রাখছেন মুখ্যমন্ত্রী

October 10, 2025 | 2 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১.০০: উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে (North Bengal Floods) ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজ্য সরকার সর্বশক্তি দিয়ে কাজ করছে। নবান্ন থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ত্রাণ ও পুনর্গঠনের কাজে ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এই কার্যক্রমের উপর নিয়মিত নজরদারি করছেন এবং জেলা প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।

ত্রাণ বিতরণ কেন্দ্র (Relief Camp)দ, অস্থায়ী আশ্রয়শিবির (Shelter) ও রান্নাঘর (Kitchen) চালু রয়েছে বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খাদ্য, পানীয় জল, প্রয়োজনীয় সামগ্রী ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। যাঁদের গুরুত্বপূর্ণ নথিপত্র বন্যায় নষ্ট হয়েছে, তাঁদের জন্য বিশেষ শিবিরের মাধ্যমে নতুন নথি ইস্যুর ব্যবস্থা করা হয়েছে।

দুর্গম পাহাড়ি অঞ্চলে পৌঁছাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সুখিয়াপোখরি, তাবাকোশি-সহ বহু গ্রামে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে সাহায্য পৌঁছে দিচ্ছে। পাশাপাশি, ধ্বংসস্তূপ ও কাদামাটি সরানোর কাজও চলছে দ্রুত গতিতে।

জলের উৎস, পুকুর ও মাছের ঘের জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে, যাতে সংক্রামক রোগের আশঙ্কা না থাকে এবং মাছচাষ ও জীবিকা দ্রুত স্বাভাবিক হয়। জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সড়ক ও ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করছে, যাতে ক্ষতিপূরণের প্রক্রিয়া দ্রুত শুরু করা যায়।

পরিকাঠামো পুনর্গঠনের কাজেও অগ্রগতি হয়েছে। দার্জিলিংয়ের (Dargeeling) দুধিয়া ব্রিজের মেরামত কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়, যা ২৫ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ হওয়ার আশা করা হচ্ছে। এনএইচ-৩১সি-র কালিখোলা সেতুর কাজও জরুরি ভিত্তিতে চলছে এবং আংশিকভাবে চালু করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির ৩০টিরও বেশি স্থানে সড়ক, সেতু ও কালভার্টের মেরামত কাজ চলছে দিনরাত।

মুখ্যসচিব সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেছেন। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কোনও পরিবার যাতে সহায়তা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে।

নবান্নর (Nabanna) বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, দ্রুত পুনর্বাসন ও পুনর্গঠনই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। মানবিকতা, দায়বদ্ধতা ও কার্যকর তৎপরতার সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে একযোগে কাজ করছে রাজ্য প্রশাসন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen