ভর্তুকিমুক্ত করা হবে বিদ্যুৎ দপ্তরকে, দাবি নবনিযুক্ত মন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারে ওই দফতর দেওয়া হয়েছে টালিগঞ্জের বিধায়ককে।
Authored By:

বিদ্যুৎ দপ্তরকে স্বাবলম্বী করতে চান অরূপ বিশ্বাস। দায়িত্ব নিয়েই নিজের জন্য লক্ষ্য বেঁধে দিলেন নতুন মন্ত্রী। তাঁর কথায়,’এই দপ্তরকে ভর্তুকিমুক্ত করাই আমার লক্ষ্য।’
বিগত সরকারে শোভনদেব চট্টোপাধ্যায়ের হাতে ছিল বিদ্যুৎ দফতর। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় সরকারে ওই দপ্তর দেওয়া হয়েছে টালিগঞ্জের বিধায়ককে। বুধবার নিজের দপ্তরে হাজির হন বিদ্যুৎমন্ত্রী। অরূপ বিশ্বাস বলেন, ‘আমার কাছে নতুন দপ্তর। সবার সঙ্গে কথা বলছি। শিকড়ে যেতে হবে। ৫-৭দিন সময় লাগবে জানতে। বকেয়া কাজ দ্রুত শেষ করতে হবে।’
প্রথম দিনেই লক্ষ্য স্থির করে ফেলেছেন অরূপ বিশ্বাস।তাঁর কথায়,’বিদ্যুৎ দপ্তরকে ৮৫০-৯০০ কোটি টাকা ভূর্তুকি দেয় রাজ্য সরকার। আমার টার্গেট নিজের পায়ে দাঁড়ানো। উৎপাদন বাড়াতে হবে। যাতে রাজ্যকে ভর্তুকি দিতে না হয়। কলকাতা শহরের বিদ্যুৎ সিইএসসি দেখে। বাকি বিষয়টা নিয়ে আলোচনা করব।’
রাজভবনের ঘটনায় তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন বলেও জানালেন অরূপ।