ছাব্বিশের ভোটের প্রস্তুতি! জনসংযোগ বাড়াতে ফের জেলা সফর শুরু মমতার

December 2, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৫: বঙ্গে কার্যত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (2026 assembly elections) প্রস্তুতি শুরু হয়ে গেছে। বছর শেষের আগেই ফের জেলা সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার নবান্নে (Nabanna) সাড়ে ১৪ বছরের শাসনকালের খতিয়ান তুলে ধরার পরই তিনি বেরিয়ে পড়েন জেলায় জনসংযোগ বাড়াতে।

তৃণমূল (TMC) সূত্র জানাচ্ছে, মঙ্গলবার থেকে তিন দিনের জেলা সফরে রয়েছেন তৃণমূল সুপ্রিমো। মালদহ ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় একাধিক জনসভা ও বৈঠক করতে পারেন তিনি। রাজনৈতিক মহলের মতে, ভোটের সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্যে তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) বাকযুদ্ধ তীব্র আকার নিচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর টানা জেলা সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, বুধবার মালদহে এবং বৃহস্পতিবার মুর্শিদাবাদে জনসভা করার পরিকল্পনা রয়েছে তাঁর। এছাড়াও চলতি মাসের ৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী কোচবিহারেও জনসভা করবেন। ছাব্বিশের নির্বাচন ঘিরে রাজ্যের রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এই সময় মুখ্যমন্ত্রীর একের পর এক জনসভা কার্যত প্রচারই বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার বিকেলেই মালদহের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। বুধবার তাঁর গাজোল ময়দানে জনসভা। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে আরেকটি বড়ো সভা। দুই জায়গাতেই এসআইআর, বাংলাভাষীদের উপর হামলা, কেন্দ্রীয় বঞ্চনা সহ নানা ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করা হবে বলে ধারণা বিশ্লেষকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen