দুর্গোৎসব শেষে বিজয়া সম্মিলনীর প্রস্তুতি, দলীয় ঐক্যের বার্তা অভিষেকের

October 3, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: দুর্গাপুজোর অষ্টমী ও নবমীতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে, সাধারণ মানুষের সঙ্গে মিশে, ফুচকা খেয়ে এক ভিন্ন মেজাজে ধরা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বিজয়া দশমীতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করলেন তিনি। শুধু শুভেচ্ছা নয়, উৎসবের আবহে তুলে ধরলেন দলীয় ঐক্য, জনসেবার অঙ্গীকার এবং রাজনৈতিক সংকল্পের বার্তা।

এক্স-এ (সাবেক টুইটার) অভিষেক লেখেন, “মা যখন ফিরে যান তাঁর দেবালয়ে, তখন রেখে যান এক বার্তা-সত্যের জয়, ন্যায়ের বিজয় এবং মানবতার ঐক্য। মা দুর্গার আলোকে পথ চলুক বাংলা।” তাঁর এই বার্তা রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যে পুজোগুলিতে অভিষেক গিয়েছেন, সেগুলির থিম ছিল পরিযায়ী শ্রমিকদের দুর্দশা, স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের অবদান ইত্যাদি- যা তৃণমূলের রাজনৈতিক বার্তার সঙ্গে সাযুজ্যপূর্ণ। এক মণ্ডপে পরিযায়ী শ্রমিকদের হাতে উৎসবের উপহার তুলে দিয়ে তিনি মানবিক বার্তাও দিয়েছেন।

এবার দুর্গাপুজো শেষ হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে রাজনীতির নতুন অধ্যায়। অভিষেকের দপ্তর থেকে বিজয়া সম্মিলনীর জন্য ৫০ জন নেতার তালিকা তৈরি হয়েছে। সাংসদ, বিধায়ক, ছাত্র-যুব নেতারা রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে ভাষণ দেবেন, ভোটের সুর বাঁধবেন। এই বিজয়া সম্মিলনীর মঞ্চে মূলত তুলে ধরা হবে, ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা (SIR), বুথস্তরে সংগঠনের প্রস্তুতি এবং সরকারি পরিষেবা ও কর্মসূচির প্রচার।

বিজয়া দশমীর পর থেকেই জেলায় জেলায় পৌঁছে গিয়েছে নির্দেশিকা। ব্লক থেকে জেলা স্তর পর্যন্ত প্রতিটি জায়গায় আয়োজন করা হবে বিজয়া মঞ্চের। অভিষেকের লক্ষ্য- এই মঞ্চকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের আরও ঐক্যবদ্ধ করা এবং ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করে তোলা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen