খুন্তি হাতে ভোগ রান্না করছেন নুসরত, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নুসরতের ভোগ রান্নার ভিডিও ভাইরাল হয়েছে।

May 29, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

‘বসিরহাটের এমপি নুসরত জাহান নিখোঁজ, সন্ধান চাই।’ এক সপ্তাহ আগে এমনই নানা পোস্টারে ছয়লাপ হয়ে গেছিল বসিরহাট। এরপরই এই তকমা ঘোচাতে আসরে নেমেছেন সাংসদ। নিজের জন্মদিন কাটিয়েছেন বসিরহাটে। পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন নিজের কেন্দ্রে। ‘নিখোঁজ’ পোস্টারের পর ফের নিজেকে রাজনীতিতে সক্রিয় প্রমাণ করছেন নুসরত জাহান।

সেইরকমই এক প্রচেষ্টা ধরা পড়ল শনিবার ২৮ মে। এদিন ফলহারিণী কালীপুজোয় মেতেছে বাংলা। এরই মধ্যে বসিরহাট উত্তরের খোলাপোতা কালী মন্দিরের পুজোয় আমন্ত্রিত ছিলেন সাংসদ। সারাদিন একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার পর বিকেল নাগাদ হাজির হন মন্দিরে। সোজা ঢুকে পড়েছিলেন কালী মায়ের ভোগ রান্নার জায়গায়। কোমরে শাড়ি জড়িয়ে ভোগ রাঁধতে শুরু করে দেন তিনি। খুন্তি হাতে তাঁকে যেন মা দুর্গারই প্রতিচ্ছবি মনে হচ্ছিল।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই নুসরতের ভোগ রান্নার ভিডিও ভাইরাল হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen