রাষ্ট্রপতি নির্বাচনেও টাকার ব্যবহার? বিস্ফোরক অভিযোগ যশোবন্ত সিনহার

সংসদ ভবন, বিধানসভা ভবনে দেশের নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে ভিড় করছেন জনপ্রতিনিধিরা।

July 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সংসদ ভবন, বিধানসভা ভবনে দেশের নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে ভিড় করছেন জনপ্রতিনিধিরা। ভোটগ্রহণ পর্ব সকাল ১০টা থেকে শুরু হয়েছে। নির্বাচনের দিনেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশোবন্ত সিনহা বিস্ফোরক অভিযোগ আনলেন। দেশে সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নিয়োগের ক্ষেত্রে দ্বিমুখী লড়াই চলছে। মোদী সরকার পক্ষের পদপ্রার্থী হলেন আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু। তার বিরুদ্ধে লড়ছেন বিরোধীদের পদপ্রার্থী যশোবন্ত সিনহা।​

রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির বিরুদ্ধে অর্থের ব্যবহারের অভিযোগ তুললেন বিরোধীদের প্রার্থী যশোবন্ত। তাঁর সাফ কথা, টাকা দিয়ে সরকার নিজের পক্ষে ভোট টানার চেষ্টা করছে। বিজেপি রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চক্রান্ত করছে বলেও যশোবন্ত অভিযোগ করেন।​

তিনি কথায়, এটা আর কেবল রাজনৈতিক লড়াইয়ের পর্যায়ে আটকে নেই। মোদী সরকারি অধীনস্থ এজেন্সিগুলোর বিরুদ্ধেও তিনি লড়াই করছেন। ক্ষমতার শীর্ষে থাকা বিজেপি অন্যান্য রাজনৈতিক দলগুলিকে ভেঙে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কাজে অর্থেরও ব্যবহার হচ্ছে। যশোবন্ত আরও বলেন, এই নির্বাচন থেকেই বোঝা যাবে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে নাকি গণতন্ত্রে ইতি পড়বে। সকলের কাছে অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে ভোটদান করার আহ্বান জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen