Primary Teachers Recruitment Update: প্রকাশিত জেলাভিত্তিক শূন্য পদের তালিকা, আজ থেকেই শুরু আবেদন

November 19, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। বুধবার দুপুর ৩টা থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া, যা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা সরাসরি পর্ষদের সরকারি ওয়েবসাইট (wbbpe.wb.gov.in) এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

পর্ষদ জানিয়েছে, মোট ১৩,৪২১টি শূন্য পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই জেলাভিত্তিক শূন্য পদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি প্যারা-টিচারদের জন্য সংরক্ষিত শূন্য পদের তালিকাও প্রকাশ করেছে পর্ষদ।

জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা

– দক্ষিণ ২৪ পরগনা: ১,৪৭১

– হুগলি: ১,২১২

– নদীয়া: ৯০৬

– কলকাতা: ৯৪৭

– পূর্ব বর্ধমান: ৯২৮

– বীরভূম: ৮৬০

– মুর্শিদাবাদ: ৭৮৮

– পশ্চিম মেদিনীপুর: ৭৪৪

– মালদা: ৬৯৯

– পশ্চিম বর্ধমান: ৪৮৫

– জলপাইগুড়ি: ৪৫৮

– কোচবিহার: ৫৩৫

– পুরুলিয়া: ৫২৪

– দক্ষিণ দিনাজপুর: ৩৩৬

– উত্তর দিনাজপুর: ২৩৭

– আলিপুরদুয়ার: ২৩৭

– ঝাড়গ্রাম: ১৮০

– হাওড়া: ১৫০

– শিলিগুড়ি: ১৪৯

– বাঁকুড়া: ৯৭৮

– পূর্ব মেদিনীপুর: মাত্র ৭৬ (অন্য জেলাগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম)

বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদনকারীরা নিজেদের যোগ্যতার ভিত্তিতে বিষয়ভিত্তিক পদ বেছে নিতে পারবেন।

– আবেদন শুরু: আজ দুপুর ৩টা

– শেষ তারিখ: ৯ ডিসেম্বর

– মোট শূন্য পদ: ১৩,৪২১

– ইন্টারভিউ: ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শুরু

প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই ইন্টারভিউ (Interview) শুরু হবে। ফলে প্রার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen