কোভিড নয়, মমতার বিরুদ্ধাচরণকেই অগ্রাধিকার বিজেপির: যশবন্ত
তাদের কাছে রাজনীতি ছাড়া অন্য কিছু ধর্তব্যের মধ্যে আসেনা, যা নিন্দনীয়, এমনি মত পোষণ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
Authored By:

দেশের কোভিড পরিস্থিতির মোকাবিলা নয়, মমতার বিরুদ্ধাচরণকেই অগ্রাধিকার দিচ্ছে বিজেপি, অভিযোগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha)।
টুইট করে তিনি বলেন যে মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) এখনও শপথ পর্যন্ত নেননি, তারমধ্যেই বিজেপি তার সমস্ত পরিকাঠামো নিয়ে তাঁর বিরুদ্ধে দেশব্যাপী ধর্নায় নেমে পড়েছে। এদিকে দেশের কোভিড (Covid 19) পরিস্থিতি বা তার মোকাবিলা নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। তাদের কাছে রাজনীতি ছাড়া অন্য কিছু ধর্তব্যের মধ্যে আসেনা, যা নিন্দনীয়, এমনি মত পোষণ করেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।