পশ্চিম মেদিনীপুরে বেসরকারি উদ্যোগে তৈরি হতে চলেছে মেডিকেল কলেজ ও হাসপাতাল

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের চৌরঙ্গীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করতে চলেছে বাংলার অগ্রণী শিল্প সংস্থা রেশমি গ্রুপ। জানা গিয়েছে, ১৬ ও ৬০ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে খড়গপুর ১ নং ব্লকের বড়কোলা অঞ্চলের চৌরঙ্গী এলাকায় ইতিমধ্যে প্রায় ৮০ একর জায়গা মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছে।

January 24, 2025 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Representative Image

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের চৌরঙ্গীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করতে চলেছে বাংলার অগ্রণী শিল্প সংস্থা রেশমি গ্রুপ। জানা গিয়েছে, ১৬ ও ৬০ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে খড়গপুর ১ নং ব্লকের বড়কোলা অঞ্চলের চৌরঙ্গী এলাকায় ইতিমধ্যে প্রায় ৮০ একর জায়গা মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছে। কিছুদিনের মধ্যেই হাসপাতাল তৈরির কাজ শুরু হবে। রেশমি গ্রুপের কর্মী ছাড়াও সাধারণ মানুষ এই হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাবেন বলে জানা যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই খড়্গপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ার দাবি করছেন স্থানীয়রা। রেলের কাছ থেকে জমি অধিগ্রহণ করে রাজ্য। প্রথম বামফ্রন্ট সরকারের আমলে খড়গপুর মহকুমা হাসপাতাল তৈরি হয়। হাসপাতালের পড়ে থাকা বিস্তীর্ণ এলাকায় মেডিকেল কলেজ তৈরি করার ভাবনা থাকলেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি বাম আমলে। খড়গপুর আইআইটি এইমসের ধাঁচে মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরির কাজ শুরু করে। হাসপাতাল তৈরি হলেও মেডিকেল কলেজ হয়নি। রেশমি গ্রুপের হাত ধরে খড়্গপুরবাসীর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen