বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের মৎস্য ক্ষেত্রে ১২৬ কোটি বিনিয়োগের প্রস্তাব

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যে মৎস্য ক্ষেত্রের উন্নয়ন নিয়ে আশাব্যঞ্জক খবর এসেছে।

February 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
ব্যাকগ্রাউন্ড ছবি-rajmayukhdam, গ্রাফিক: মানস মোদক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যে মৎস্য ক্ষেত্রের উন্নয়ন নিয়ে আশাব্যঞ্জক খবর এসেছে। সম্মেলনের প্রথম দিনই পূর্ব মেদিনীপুরের মৎস্য ক্ষেত্রে বিপুল বিনিয়োগের সুখবর শোনা গেল। মোট ১২৬ কোটি ৩৬ লক্ষ টাকার বিনিয়োগ। মিষ্টি জল, নোনা জলের পাশাপাশি সামুদ্রিক ক্ষেত্রে এই প্রথম পূর্ব মেদিনীপুরে বিনিয়োগ হচ্ছে একসঙ্গে এত বিপুল পরিমাণ টাকা। যা মৎস্যজীবীদের কাছে অত্যন্ত খুশির খবর। আরও বেশি পরিমাণ মাছ উৎপাদনের পাশাপাশি বহু কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে বঙ্গোপসাগরের তীরে ১৫৮ কিলোমিটার বিস্তৃত উপকূল অঞ্চল রয়েছে, যার ৬৫ কিলোমিটার পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত। এখানে হলদি, হুগলি, রসুলপুর নদী মোহনা-সহ সাগরপাড়ের মৎস্যজীবী এবং কৃষকরা মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। স্থানীয় মৎস্যজীবীরা নদী এবং সমুদ্রে মাছ ধরেন, এবং এটি জেলার ৪ লক্ষ মানুষকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ দেয়। প্রতিবছর ৪,৩০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এবার, এই অঞ্চলে নতুন বিনিয়োগের ফলে আরও উন্নতি এবং নতুন প্রযুক্তির সাহায্যে মৎস্যচাষ বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

ভূপতিনগর থানার মাধাখালির প্রবীরকুমার ভূঁইঞা জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে মাছ ব্যবসার সঙ্গে যুক্ত আছি। সেই ব্যবসার সমৃদ্ধি ঘটাতে নতুন করে ৪০ কোটি টাকা বিনিয়োগ করছি। এলাকার মাছচাষের কথা ভেবে মাছের খাদ্য সরবরাহ এবং ওষুধের ব্যবসা করব। সরকারের থেকে ভরতুকির পাশাপাশি স্বল্পমূল্যে বিদ্যুৎ পাওয়ার আবেদন রাখছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen