রাজ্যে পুজোকেন্দ্রিক ব্যবসা ছুঁতে পারে ৭৮ হাজার কোটি টাকায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:০০: শারদোৎসব মানেই এখন শুধু আনন্দ আর ভক্তি নয়, সঙ্গে জুড়ে গেছে বিরাট আর্থিক কর্মকাণ্ডও। ইউনেস্কোর স্বীকৃতিতে বাংলার দুর্গাপুজো আজ বিশ্ব সংস্কৃতির মঞ্চে পৌঁছে গিয়েছে। আর সেই উৎসবকে ঘিরে রাজ্যের ব্যবসা এ বছর ছুঁতে চলেছে ৭৮ হাজার কোটি টাকা।
সমীক্ষা বলছে, শুধু কলকাতাতেই ব্যবসার অঙ্ক দাঁড়াতে পারে ২৫ হাজার কোটি টাকায়। ২০১৩ সালে ‘অ্যাসোচেম’-এর রিপোর্টে ধরা হয়েছিল, পুজোকে ঘিরে আর্থিক লেনদেন প্রতিবছর গড়ে ৩৫ শতাংশ হারে বাড়ছে। তখন রাজ্যে ব্যবসা হয়েছিল ২৫ হাজার কোটি টাকার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-এ তা ১ লক্ষ কোটি টাকার গণ্ডি পার হবে। যদিও করোনা সেই গতিকে খানিকটা আটকে দিয়েছিল। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যবসায়ীদের প্রত্যাশা অনেকটাই বেশি।
সমীক্ষার নেতৃত্বে থাকা পরিসংখ্যানবিদ সুদীপ ঘোষের মতে, গত বছর রাজ্যে পুজোকেন্দ্রিক লেনদেন হয়েছিল ৬৫ হাজার কোটি টাকার। এবার তা বেড়ে ৭৮ হাজার কোটিতে পৌঁছনোর সম্ভাবনা।
কোথায় কত খরচ হতে পারে
খাবারদাবারে খরচ হতে পারে প্রায় ১১,৫০০ কোটি টাকা। পোশাক-ফ্যাশনের বাজার দাঁড়াতে পারে ২১ হাজার কোটিতে। গয়নার বাজার ছুঁতে পারে ১০,২০০ কোটি টাকা। ভ্রমণে খরচ হতে পারে ৯,৮০০ কোটি টাকা।অনলাইন কেনাকাটার প্রবণতা বাড়বে অন্তত ৩০ শতাংশ।
‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর মুখপাত্র শাশ্বত বসুর কথায়, “গত বছর প্রায় ৭০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছিল। এবছর আমরা ধরে নিচ্ছি ৮০ হাজার কোটি টাকার বেশি হবে। বিদেশি পর্যটকদের আগ্রহে সেই সম্ভাবনা আরও জোরালো।”