এবার দুর্গামণ্ডপ থেকে বাঙালি হেনস্থার প্রতিবাদ, বাংলার অপমানের জবাব দিতে একজোট পুজো উদ্যোক্তারা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১০: দেশজুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলোয় অত্যাচারিত হচ্ছে বাঙালিরা। ক্রমশ জোরালো হচ্ছে প্রতিবাদ।
এবার বাঙালির দুগ্গাপুজো হয়ে উঠবে প্রতিবাদের মঞ্চ। বাংলা-বাঙালি-দুর্গাপুজো এক সুতোয় বাঁধা। পুজোর উদ্যোক্তারা বলছেন, বাংলা ভাষা ও বাঙালিরদের উপর যে আক্রমণের ঘটনা সামনে আসছে, তাতে দুর্গাপুজোর প্রাঙ্গণ থেকেই বার্তা উঠুক, দেশ সবার, আমরা মিলেমিশে থাকব।
গোটা দেশে বাঙালি আজ আক্রান্ত। বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে। এমনকী, বাংলাদেশে পুশব্যাক পর্যন্ত করা হয়েছে। তাই এবার বাঙালির দুর্গাপুজোর অঙ্গন থেকে বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ হোক, আওয়াজ উঠতে শুরু করেছে। ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু বলেন, “স্বাধীনতা সংগ্রামের যুগ থেকে আজ পর্যন্ত নিয়ে, দুর্গাপুজোর ইতিহাস সুবহৎ। বহু বছরের ঐতিহ্য, পরম্পরা বয়ে চলেছে এই মহামিলনক্ষেত্র। ইতিহাসের পাতায় দুর্গাপুজোর সঙ্গে বহু বিপ্লবীর যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়। আর আজ দুর্গাপুজো একটি গুরুত্বপূর্ণ ইন্ড্রাস্ট্রিতেই পরিণত হয়েছে। বাংলার দুর্গাপুজোর সঙ্গে যুক্ত বাঙালি কোনও জায়গায় আঘাত পেলে তার প্রতিবাদ হওয়াটাই স্বাভাবিক। বাংলা ভাষার অস্মিতা রক্ষায় বাঙালির দুর্গাপুজোর প্রাঙ্গণ থেকে প্রতিবাদ হতেই পারে।”
প্রায় সব পুজো আয়োজকদের একটাই কথা, বাংলা ভাষা ও বাঙালির প্রতি কোনওরকম বিদ্বেষ বরদাস্ত নয়। ভাষার টানেই আজ বাঙালি ঐক্যবদ্ধ। বাগবাজরের এক পুজো আয়োজকের কথায়, বাঙালির ভাবাবেগে আঘাত খুবই বেদনাদায়ক। বাংলা ভাষার উপর আক্রমণ, সন্ত্রাস চলছে! যুগে যুগে মীরজাফর অনেক থাকে, এযুগেও আছে। সব দুর্গাপুজো কমিটিরই কর্তব্য, বাংলা ভাষার উপর এই আক্রমণের প্রতিবাদ জানানো। টালা প্রত্যয় পুজো কমিটির প্রধান উদ্যোক্তা ধ্রুবজ্যেতি বসুর মতে, বিশ্বের যেকোনও প্রদেশে বাঙালি সংঘবদ্ধ হয় দুর্গাপুজোর মতো সর্ববৃহৎ উৎসব থেকে। ইদানীং বাংলা ভাষার প্রতি যে বিতৃষ্ণা দেখানো হচ্ছে, তার প্রতিবাদ দরকার সমস্বরে। একডালিয়া এভার গ্রিনের অন্যতম কর্তা স্বপন মহাপাত্র কথায়, বাঙালির দুর্গাপুজোর ঐতিহ্য, গর্ব শত শত বছরের। বাংলা ভাষা তথা বাঙালির উপর পৃথিবীর যেকোনও প্রান্তে আক্রমণ অনুচিত। সব মিলিয়ে বাংলা ভাষার উপর আক্রমণ কার্যত নাড়িয়ে দিয়েছে গোটা বাঙালি জাতিতে। প্রতিবাদের ঢেউ সবে উঠতে শুরু করেছে। আগামীতে তা আরও বড় আকার ধারন করতে পারে বলে অনুমান।