রুশ তেল নিয়ে মার্কিন চাপ বাড়তেই দিল্লি সফরে পুতিন, মোদীর সঙ্গে জরুরি বৈঠক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: ভারত-রাশিয়া সম্পর্ক আরও এক ধাপ এগোতে চলেছে ডিসেম্বরেই। কয়েকদিন আগেই আন্তর্জাতিক মহলে জোরাল জল্পনা তৈরি হয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin India Visit) ভারত সফরে আসতে পারেন। এবার সেই জল্পনায় সিলমোহর। ভারতের বিদেশমন্ত্রক আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই দিল্লিতে পা রাখছেন পুতিন।
ক্রেমলিন সূত্রে খবর, *৪ ও ৫ ডিসেম্বর ২০২৫* ভারতের রাষ্ট্রীয় সফরে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ আমন্ত্রণেই এই সফর। এখনও পর্যন্ত বাণিজ্য চুক্তি স্থগিত, আর তার মধ্যেই পুতিনের আগমন— আন্তর্জাতিক রাজনীতিতে এই সফরের গুরুত্ব বহুগুণ বাড়াচ্ছে। বিশেষত রাশিয়ান তেল কেনা নিয়ে আমেরিকার আপত্তি এবং চাপের মুখে ভারত-রাশিয়া কূটনৈতিক বন্ধন এখন বিশ্বমঞ্চে আরও আলোচনার কেন্দ্রবিন্দু।
এই সফরে পুতিন যোগ দেবেন *২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে*। থাকবে মোদী-পুতিন ব্যক্তিগত বৈঠক এবং প্রেসিডেন্ট দ্রৌপদি মুর্মুর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনাও। দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে আঞ্চলিক নিরাপত্তা— সব গুরুত্বপূর্ণ ইস্যুই উঠবে আলোচনার টেবিলে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও ভারত-মধ্যস্থতার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল।
নভেম্বরেই পুতিনের সফরের ইঙ্গিত দিয়েছিলেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। ব্রিকস সম্মেলন থেকে শুরু করে একাধিক মঞ্চে মোদী-পুতিনের ঘনিষ্ঠতা ইতিমধ্যেই দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে।
আগামী বছর কী নতুন দিগন্ত খুলে দেয় এই সফর— এখন সেটাই দেখার অপেক্ষা।