বুডাপেস্টে পুতিন-ট্রাম্প বৈঠক বাতিল! হিমঘরে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগ?

October 23, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৭: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে একাধিক উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কোনওটাই ফলপ্রসূ হয়নি। বুডাপেস্টে (Budapest) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল তাঁর। শেষমুহূর্তে বৈঠক বাতিল করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মত, তিনি আর সময় নষ্ট করতে চান না। ট্রাম্পের এহেন ঘোষণায় রুশ-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine war) বন্ধের উদ্যোগ আপাতত হিমঘরে চলে গেল।

সদ্যই ট্রাম্প জানিয়েছিলেন, দু’সপ্তাহের মধ্যে পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। পুতিনের দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডনবাসের পূর্ব অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়ার জন্য ট্রাম্প চাপ দিয়েছেন। এরপরেও তাদের আরও সমস্ত দাবি যাতে মানা হয়, তার জন্য ট্রাম্পের কাছে দরবার শুরু হয়। মনে করা হচ্ছে, এত দাবি মানা সম্ভব নয় বুঝতে পেরেই বৈঠক থেকে নিজেকে সরিয়ে নিলেন ট্রাম্প।

বৈঠক বাতিল হতেই নতুন করে যুদ্ধের প্রস্তুতি শুরু করল রাশিয়া। শোনা যাচ্ছে, পরমাণু অস্ত্র নিয়ে মহড়ার নির্দেশ দিয়েছেন পুতিন। পরমাণু ইকো সিস্টেমের সঙ্গে যুক্ত সকল ফেসিলিটিগুলির কার্যক্ষমতা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ক্রেমলিন।

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে আলাস্কায় প্রথমবার পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রাম্প। সেই বৈঠক নিষ্ফলা ছিল। বুডাপেস্টের বৈঠকও আলাস্কার মতো নিষ্ফলা হলে, যুদ্ধ থামানোর দাবি করা ট্রাম্পের ভাবমূর্তিতে আঘাত পড়ত। তাই ট্রাম্প হয়তো আর বৈঠকের পথে হাঁটতে চাইছেন না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen