পুতিনের সঙ্গে সম্পর্কে ফাটল! তাতেই কি হৃদরোগাক্রান্ত হলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী?

এদিকে এমনটাও শোনা যাচ্ছে, যুদ্ধে সেভাবে সফল না হতে পারার কারণে ২০ জন রুশ সেনানায়ককে গ্রেপ্তার করা হয়েছে পুতিনের নির্দেশে।

April 15, 2022 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌঃ পার্স টুডে 

গত কয়েক দিন ধরেই কোনও খোঁজ ছিল না তাঁর। অবশেষে জানা গেল গুরুতর অসুস্থ রাশিয়ার (Russia) প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। এবং সূত্রের খবর, তিনি স্বাভাবিক কারণে অসুস্থ হননি । এর পিছনে রয়েছে অন্য কারণ।

আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এখনও পর্যন্ত তেমন সেভাবে সফল নয় রাশিয়া। যুদ্ধের (Russia-Ukraine War) দেড় মাসের বেশি সময় পেরিয়েও কবজায় আনা যায়নি কিয়েভকে। এই কারণেই পুতিনের সঙ্গে নাকি সম্পর্কে ফাটল ধরেছে তাঁর ঘনিষ্ঠ সেনানায়ক ও পরামর্শদাতাদের। মনে করা হচ্ছে, পরিস্থিতির চাপেই নাকি এই অবস্থা রুশ প্রতিরক্ষামন্ত্রীর।

২০১২ সাল থেকেই পুতিনের সঙ্গে সুসম্পর্ক শোইগুর। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। এক রুশ-ইজরায়েল ব্যবসায়ীর দাবি, পুতিনের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক একেবারেই ভাল নেই তাঁর ঘনিষ্ঠদের। তাঁদের মধ্যে রয়েছেন শোইগুও। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে একটি বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্যদের সঙ্গে তফাত রেখে বসছেন রুশ প্রেসিডেন্ট। ছবিতে তাঁর শরীরী ভাষা থেকেই সম্পর্কের অবনতিটা বোঝা যাচ্ছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। এদিকে এমনটাও শোনা যাচ্ছে, যুদ্ধে সেভাবে সফল না হতে পারার কারণে ২০ জন রুশ সেনানায়ককে গ্রেপ্তার করা হয়েছে পুতিনের নির্দেশে।

দেড় মাস পেরিয়ে দু’মাস হতে চলল রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের। এখনও নিষ্পত্তি হয়নি সেই লড়াইয়ের। এই পরিস্থিতিতে চাপ বেড়েছে পুতিনের উপরে। এদিকে সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটো সামরিক জোটে যোগ দিতে পারে এই সম্ভাবনা তৈরি হওয়াও ভাবাচ্ছে রাশিয়াকে। মস্কো জানিয়েছে, ওই দুই দেশ যদি ন্যাটোয় যোগ দেয় তাহলে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। সেই সঙ্গে বাল্টিক সাগরে স্থল, নৌ ও বিমানবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে তারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen