মমতার বিরুদ্ধে সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি, স্বীকার রাহুল সিনহার
রাহুল সিনহা বলেছেন, ‘ক্ষমতায় আসার পর তৃণমূল ভেবেছিল, যা ইচ্ছে তাই করবে।
October 1, 2021
|
< 1 min read
Authored By:

মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেন, আজ কার্যত সেটাই স্বীকার করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। শুক্রবার বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক।
এদিন সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভা ছিল, সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল সিনহা বলেছেন, ‘ক্ষমতায় আসার পর তৃণমূল ভেবেছিল, যা ইচ্ছে তাই করবে। কিন্তু লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি। কিছুই করতে পারছেন না মমতা।’ আর তাঁর যে মন্তব্যের পরই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।