ইঞ্জিনে ত্রুটির কারণেই ময়নাগুড়ির ভয়াবহ দুর্ঘটনা! রিপোর্টে চাঞ্চল্য
প্রশ্ন যাদের গাফিলতিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তাদের বিরুদ্ধে রেলমন্ত্রক কতটা কড়া পদক্ষেপ নেবে, সেটাই দেখার। কারণ এদের গাফিলতিতেই প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে।
February 11, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ময়নাগুড়ির রেল দুর্ঘটনার তদন্ত রিপোর্ট জমা পড়ল । কমিশন অফ রেলওয়ে সেফটি রেল দপ্তরে এই রিপোর্ট জমা দিয়েছে। রিপোর্টে পরিষ্কার জানানো হয়েছে ,ইঞ্জিনে ত্রুটির কারণেই এই দুর্ঘটনা হয়েছে। ফলে দোমহানি রেল দুর্ঘটনায় রেলওয়ে ট্র্যাকের কোনও সমস্যা ছিল না। রেলমন্ত্রকের কারণেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছে।
তদন্ত রিপোর্টে রেলের সুরক্ষা কমিটি কী লিখেছে? লিখেছে-
- যথাসময়ে রেলের ইঞ্জিন পরীক্ষা করা হয়নি।
- রেলের নিয়ম প্রতি সাড়ে চার হাজার কিলোমিটার চলার পর ইঞ্জিন পরীক্ষা করা হবে।এক্ষেত্রে ইঞ্জিনটি সাড়ে ১২ হাজার কিলোমিটার চলার পরও পরীক্ষা করা হয়নি।
- এই ট্রেনটি আগ্রা ডিভিশনে চলতো এবং প্রয়োজনে যে কোনও ডিভিশনে পাঠানো হত। ফলে কোনওরকম যান্ত্রিক ত্রুটি পরীক্ষা না করেই ট্রেনটিকে চালানো হয়েছিল।
প্রশ্ন যাদের গাফিলতিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তাদের বিরুদ্ধে রেলমন্ত্রক কতটা কড়া পদক্ষেপ নেবে, সেটাই দেখার। কারণ এদের গাফিলতিতেই প্রচুর মানুষ প্রাণ হারিয়েছে।