এডিলেডে দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির সম্ভাবনা? কী বলছে হাওয়া অফিস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:২২: পারথে বৃষ্টির কারণে ম্যাচে বারবার বিঘ্ন ঘটেছিল। যার প্রভাব পড়েছিল ভারতের পারফরম্যান্সে। ডিএলএস (DLS) পদ্ধতির জটিলতায় শুভমান গিলের (Shubhaman Gill) নেতৃত্বাধীন ভারতীয় দল ৭ উইকেটে পরাজিত হয় অস্ট্রেলিয়ার (Australia) কাছে। সিরিজে পিছিয়ে পড়ার পর এবার অ্যাডিলেডে (Adelaide) দ্বিতীয় ওয়ানডে ঘিরে নতুন আশার আলো দেখছে টিম ইন্ডিয়া (Team India)।
আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast) বলছে, অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। সম্ভাবনা ১০ শতাংশেরও কম। তবে আকাশ থাকবে মেঘলা, তাপমাত্রা থাকবে প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে খেলোয়াড়দের জন্য আবহাওয়া থাকবে অনুকূল।
পিচ রিপোর্ট (Pitch Report) অনুযায়ী, অ্যাডিলেড ওভালের ২২ গজ সাধারণত ব্যাটিং সহায়ক। বল ব্যাটে দ্রুত আসে, বাউন্সও থাকে। স্পিনারদের জন্যও কিছুটা সাহায্য মিলতে পারে। এই পিচে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলিদের সামনে রানে ফেরার সুবর্ণ সুযোগ রয়েছে। পারথে ব্যর্থ হওয়া টপ অর্ডার এবার ঘুরে দাঁড়াতে মরিয়া।
পরিসংখ্যান বলছে, অ্যাডিলেডে দুই দল ছয়বার মুখোমুখি হয়েছে। ভারত (India) জিতেছে দু’বার, অস্ট্রেলিয়া (Australia) চারবার। তবে শেষ দুই সাক্ষাতে জয় পেয়েছে ভারত। ২০১৯ সালে এই মাঠেই সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli), যা ভারতকে জয়ের পথে নিয়ে গিয়েছিল। কোহলি-ভক্তরা চাইছেন, দ্বিতীয় ওয়ানডে’তেও ‘কিং কোহলি’-র ব্যাটে ঝলক দেখুক।
দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে পারথের পরেই। অনেকের মতে, কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) না নেওয়া ছিল বড় ভুল। অ্যাডিলেডের পিচে স্পিনারদের সাহায্য থাকায় কুলদীপের দলে ফেরার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দিল্লির পেসার হর্ষিত রানা (Harshit Rana) প্রথম ম্যাচে ব্যাট-বল উভয় ক্ষেত্রেই হতাশ করেছেন। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)।
২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় ওয়ানডে ভারতের জন্য গুরুত্বপূর্ণ। সিরিজে সমতা ফেরাতে হলে এই ম্যাচে জয় আবশ্যক। আবহাওয়া অনুকূল, পিচ ব্যাটিং সহায়ক সব মিলিয়ে এবার ভারতের সামনে রয়েছে ঘুরে দাঁড়ানোর আদর্শ সুযোগ।