মেডিক্যাল কলেজের ICU-তে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ BJP শাসিত রাজস্থানে

আলওয়ারের সহকারী সাব-ইনস্পেক্টর মহাবীর সিং বলেন, ‘বেডের চারপাশে পর্দা টেনে ওই তরুণীকে সেডেটিভ ইঞ্জেকশন দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

June 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০০: মেডিক্যাল কলেজের আইসিইউ-তে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল হাসপাতালেরই নার্সিং স্টাফের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজস্থানের অলয়ার জেলায় এক ইএসআই হাসপাতালে।

পরিবারের দাবি, আইসিউ-তে মহিলাকে রাতে অচেতন করার ইঞ্জেকশন দিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। মহিলা সেই সময় কিছুটা সংজ্ঞায় থাকলেও বাধা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না। পরে সকালে তন্দ্রার ভাব কিছুটা কাটলে, তিনি গোটা ঘটনার বিষয়ে স্বামীকে জানান। এরপরই অভিযোগ দায়ের করা হয়।

আলওয়ারের সহকারী সাব-ইনস্পেক্টর মহাবীর সিং বলেন, ‘বেডের চারপাশে পর্দা টেনে ওই তরুণীকে সেডেটিভ ইঞ্জেকশন দিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিনি আটকানোর চেষ্টা করেছিলেন। স্বামীর নাম ধরে ডাকেন। আইসিইউ স্টাফ তাঁর স্বামীকে ডেকেও আনেন। যদিও তিনি তখন কিছু বলতে পারছিলেন না, কারণ ওষুধের প্রভাবে কথা জড়িয়ে যাচ্ছিল। পরে তিনি ঘুমিয়ে পড়েন।’

পরিবারের অভিযোগ, ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরেও শুরুতে কর্তৃপক্ষ কোনও পদক্ষেপই করতে চাননি। অভিযোগপত্র অনুসারে, নির্যাতিতা এবং তাঁর পরিবারের কাছে অভিযুক্ত মেল নার্সকে নিয়ে আসেন কর্তৃপক্ষ এবং তাঁকে দিয়ে ক্ষমাও চাওয়ানো হয়। এইটুকু করেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পরিবারের। যদিও ওই ইএসআই মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, ঘটনাটি জানার পরেই একটি অভ্যন্তরীণ অনুসন্ধানদল গঠন করা হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen