মন্ত্রীর সামনেই চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, যোগীরাজ্যে প্রচারে গিয়ে বিড়ম্বনায় রাজনাথ

গোন্ডা জেলায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজনাথ সিং

February 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

উত্তরপ্রদেশে চলছে হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ‘আত্মবিশ্বাসী’ বিজেপির প্রচারে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে দলের তাবড় নেতা। রাজ্যের এপ্রান্ত-ওপ্রান্ত চষে বেড়াচ্ছেন ‘পোস্টার বয়’ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সর্বশক্তি নিয়ে ঝাঁপালেও অস্বস্তি কিছুতেই পিছু ছাড়ছে না গেরুয়া শিবিরের।

এবার যোগীরাজ্যের প্রচারে এসে বিড়ম্বনায় পড়লেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন গোন্ডা জেলায় দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে বেশ কয়েকজন যুবক চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। ‘সেনাবাহিনীতে নিয়োগ চালু করতে হবে। আমাদের দাবি পূরণ করতে হবে’—স্লোগান দিতে থাকেন তাঁরা। পরিস্থিতি বেগতিক দেখে ড্যামেজ কন্ট্রোলে নামেন স্বয়ং রাজনাথ।  নেমে বিক্ষোভরত যুবকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘হবে হবে। চিন্তার কোনও কারণ নেই। করোনা সংক্রমণের জন্য কিছু সমস্যা হচ্ছে। আমরাও এই নিয়ে চিন্তিত।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen