শুক্রে জম্মু ও কাশ্মীরে রাজ্যসভা নির্বাচন: কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে NC প্রার্থীদের সমর্থন মেহবুবার

October 23, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:২৭:  শুক্রবার চার আসনে জম্মু ও কাশ্মীরে রাজ্যসভা নির্বাচন (J&K Rajya Sabha Polls)। এর একদিন আগে রাজ্য রাজনীতিতে দেখা দিল নতুন সমীকরণ। বৃহস্পতিবার পিপল্‌স ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র (Peoples Democratic Party-PDP) প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (Mehbooba Mufti) ঘোষণা করেছেন, তিনি সমর্থন করবেন ন্যাশনাল কনফারেন্স (এনসি)-র (National Conference -NC) প্রার্থীদের। এই সিদ্ধান্তে বিজেপি (BJP) বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র (INDIA Alliance) দুই শরিক এনসি ও কংগ্রেসের (Congress) মধ্যে দূরত্ব আরও বেড়েছে।

শুক্রবার জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) রাজ্যসভার (Rajyasabha) চারটি আসনে ভোট অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন বিধানসভা নির্বাচন না হওয়ায় ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এই আসনগুলি খালি ছিল। এনসি প্রধান ফারুক আবদুল্লা (Farooq Abdullah) তিনটি ‘নিরাপদ’ আসনে একতরফাভাবে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন, যা কংগ্রেসের সঙ্গে সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়। চতুর্থ আসনটি কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হলেও বিজেপির সংখ্যাগরিষ্ঠতার কারণে কংগ্রেস লড়তে রাজি হয়নি। পরে এনসি সেই আসনেও প্রার্থী দেয়।

এই দ্বন্দ্বের প্রভাব পড়েছে নাগ্রোটা বিধানসভা (Nagrota Assembly) কেন্দ্রের আসন্ন উপনির্বাচনেও। বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিংহ রানার (Devender Singh Rana) মৃত্যুর পর খালি হওয়া আসনে কংগ্রেস লড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিজেপির শক্ত ঘাঁটিতে এনসি-কে একাই প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।

কাশ্মীর উপত্যকায় এনসি (NC) ও পিডিপি (PDP) দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও বিজেপিকে ঠেকাতে এনসি-র পাশে দাঁড়িয়েছেন মেহবুবা। সূত্রের খবর, বিজেপিকে হারানোর লক্ষ্যে ফারুক আবদুল্লা বুধবার রাতে ফোন করেন মেহবুবাকে (Mehbooba Mufti)। এরপরই পূর্বঘোষিত ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত বদলে এনসি প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন তিনি।

বর্তমানে জম্মু ও কাশ্মীর বিধানসভায় মোট ৯০টি আসনের মধ্যে এনসি-র ৪১ জন বিধায়ক, বিজেপির ২৮ জন, কংগ্রেসের ৬ জন, পিডিপির ৩ জন এবং ছোট দল ও নির্দল মিলিয়ে ১৩ জন বিধায়ক রয়েছেন। বদগাম ও নাগ্রোটা, এই দুটি আসন বর্তমানে খালি। এই সমীকরণে বিজেপিকে ঠেকাতে বিরোধী দলগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen