জম্মু ও কাশ্মীরে রাজ্যসভার নির্বাচন, নজর ফারুক আবদুল্লাহর দিকে, INDIA না BJP, কার পাল্লা ভারী?

September 24, 2025 | 2 min read
Published by: Manas Modak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৫৩: SIR বিতর্কের মাঝেই ঘোষণা হয়ে গেল জম্মু ও কাশ্মীরে রাজ্যসভার (Rajya Sabha) নির্বাচনের তারিখ। নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৪ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২১ সাল থেকে এই আসনগুলি ফাঁকা ছিল-গুলাম নবী আজাদ (Ghulam Nabi Azad), শামসের সিং মানহাস (Shamsher Singh Manhas), নাজির আহমেদ লাভে (Nazir Ahmad Laway) এবং ফায়াজ আহমেদ মীরের মেয়াদ শেষ হওয়ার পর থেকে। চার বছর আট মাস পর জম্মু ও কাশ্মীর রাজ্যসভায় আবার তাদের প্রতিনিধি পাবে। বুধবার নির্বাচন কমিশন এই কেন্দ্রশাসিত অঞ্চলের চারটি আসনের নির্বাচনের ঘোষণা করেছে। এর পাশাপাশি পাঞ্জাবের একটি আসনেও উপনির্বাচন হবে।

কিন্তু এবার এই চারটি আসনে কে কটি আসন পাবে-অর্থাৎ বিজেপি না INDIA ব্লক, কার পাল্লা ভারী হবে-সেটাই দেখার বিষয়। তবে বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে INDIA ব্লক-এর তিনটি আসন নিশ্চিত বলে মনে করা হচ্ছে। বিজেপির ঝুলিতে যেতে পারে একটি আসন। ইন্ডিয়া শিবিরের তিনটি আসনের মধ্যে একটি পেতে পারেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। বাকি দুটি আসন কে পাবেন, তা নিয়ে জল্পনা চলছে।

বিধানসভায় এই মুহূর্তে ইন্ডিয়া শিবিরের ৫২ জন বিধায়ক রয়েছেন, আর বিজেপির পক্ষে রয়েছেন ২৮ জন বিধায়ক। পাঁচজন বিধায়ক রয়েছেন যারা নিরপেক্ষ, তবে তারা বিজেপির সঙ্গে জোট নাও করতে পারেন। এই পরিস্থিতিতে INDIA ব্লক অনায়াসেই তিনজন নেতাকে রাজ্যসভায় পাঠাতে পারবে।

২০২৪ সালের অক্টোবর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি থাকায় এই আসনগুলির নির্বাচন আগে করা যায়নি। ২০২৪ সালের শেষে যখন রাজ্যসভার অন্যান্য আসনে নির্বাচন হয়, তখন অসম্পূর্ণ বিধানসভার কারণে জম্মু ও কাশ্মীরকে বাদ দেওয়া হয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen