২১শে অসমে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী রঞ্জন গগৈ! জল্পনা ওড়ালেন নিজেই

প্রাক্তন প্রধান বিচারপতিকে অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবা হচ্ছে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিজেপি।

August 24, 2020 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
রঞ্জন গগৈ, চিত্র সৌজন্যে- পি টি আই

২০২১ সালে অসমের বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জল্পনা ওড়ালেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। রবিবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি রাজনীতিবিদ নই। এরকম উচ্চকাঙ্ক্ষা এবং অভিপ্রায়ও আমার নেই। আমাকে এজাতীয় সম্ভাবনার কথাও কেউ বলেননি।’ শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা তরুণ গগৈ দাবি করেন, ‘আগামী নির্বাচনে প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে পারে গেরুয়া দল।

কেননা বিজেপির সমর্থনে তিনি রাজ্যসভায় গিয়েছেন। পাশাপাশি অযোধ্যা নিয়ে তাঁর রায়ে খুশি বিজেপি।’ তরুণ গগৈয়ের মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে গেরুয়া শিবির। প্রাক্তন প্রধান বিচারপতিকে অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবা হচ্ছে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি রঞ্জিতকুমার দাস বলেন, মানুষের বয়স বাড়লে অনেক কিছুই বলেন। তরুণ গগৈয়ের মন্তব্যকে আমরা ওই পর্যায়ে ধরে নিচ্ছি। উনি অসত্য বলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen