এবার পর্দায় মুন্ডা বিদ্রোহ, বীরসা মুন্ডার চরিত্রে রণবীর?
তবে খবর এখনও পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে।
March 13, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: এবার ‘মুন্ডা বিদ্রোহ’ নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। ইংরেজদের বিরুদ্ধে এই আন্দোলনের কথা পর্দায় দেখার সুযোগ মিলবে। খ্যাতনামা তামিল পরিচালক পা রনজিৎ বীরসা মুন্ডার বায়োপিক বানাচ্ছেন। শোনা যাচ্ছে, বলিউড অভিনেতা রণবীর সিংকে দেখা যাবে বীরসা মুন্ডার চরিত্রে।
তবে খবর এখনও পুরো বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে। গত দু’বছর ধরে বীরসা মুন্ডার জীবন ও সমসাময়িক ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন পরিচালক। চলতি বছরের শেষে তাঁরা শ্যুটিং শুরু করতে পারেন। যদিও এখনও চুক্তিবদ্ধ হননি রণবীর। ডন ৩, শক্তিমান-সহ একাধিক ছবি রয়েছে তাঁর হাতে। সেপ্টেম্বরে বাবা হতে চলেছেন তিনি। রণবীর বীরসা মুন্ডার জীবনী নির্ভর ছবিতে অভিনয় করলে, ‘৮৩’-র পর দ্বিতীয়বার কোনও বায়োপিকে দেখা যাবে তাঁকে।