র-এর দায়িত্ব এবার নিতে চলেছেন ‘পাকিস্তান বিশেষজ্ঞ’ রবি সিংহ

র-এর দায়িত্ব পাওয়ার আগে তিনি ক্যাবিনেট সেক্রেটারিয়েটের স্পেশ্যাল সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

June 19, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
র-এর দায়িত্ব এবার নিতে চলেছেন ‘পাকিস্তান বিশেষজ্ঞ’ রবি সিংহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোয়েন্দা মহলে ‘পাকিস্তান বিশেষজ্ঞ’ হিসেবে খ্যাতি রয়েছে দুঁদে আইপিএস অফিসার রবি সিংহ। ছত্তিসগড় ক্যাডারের ১৯৮৮-র ব্যাচের অফিসার তিনি। ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-এর নতুন প্রধান হবেন সেই রবি সিংহ। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি সোমবার ১৯৮৮-র ব্যাচের এই আইপিএস অফিসারকে পরবর্তী ‘র’ প্রধান হিসাবে মনোনীত করেছে।

র-এর দায়িত্ব পাওয়ার আগে তিনি ক্যাবিনেট সেক্রেটারিয়েটের স্পেশ্যাল সেক্রেটারির দায়িত্বে ছিলেন। প্রায় দু’দশক ধরে র-এর সঙ্গে জড়িত রয়েছেন তিনি। সাত বছর গুপ্তচর সংস্থাটির অপারেশনাল বিভাগের প্রধানের দায়িত্বও পালন করছেন। জম্মু ও কাশ্মীরকে নিজের হাতের তালুর মতোই চেনেন রবি সিংহ। পাঞ্জাব নিয়ে কাজ করেছেন তিনি। অপারেশনাল বিভাগে থাকার দরুন একেবারে ময়দানের হাল হকিকত তাঁর নজরে থাকে।

১৯৮৪-র ব্যাচের আইপিএস অফিসার সমন্ত গোয়েল আগামী ৩০ জুন ‘র’-এর প্রধান হিসাবে চার বছরের কার্যকাল শেষ করে অবসর নেবেন। সে দিনই দায়িত্ব নেবেন ছত্তীসগঢ় ক্যাডারের আইপিএস অফিসার রবি। আগামী দু’বছর ওই পদে বহাল থাকবেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen