চলতি বছরেই ডিজিটাল মুদ্রা চালু করবে আরবিআই

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ডিজিট্যাল সম্পদ স্থানান্তর থেকে ৩০ শতাংশ হারে আয়কর নেওয়া হবে। আয়কর রিটার্নে আয় গণনা করার সময় অধিগ্রহণের খরচ ব্যতীত অন্য কোনো ছাড় মিলবে না।

February 1, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ডিজিট্যাল সম্পদ লেনদেনে ৩০ শতাংশ আয়কর আদায় করবে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট প্রস্তাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাশাপাশি তিনি জানান, ২০২৩ অর্থবর্ষেই সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিট্যাল কারেন্সি বা সিবিডিসি চালু করবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ডিজিট্যাল সম্পদ স্থানান্তর থেকে ৩০ শতাংশ হারে আয়কর নেওয়া হবে। আয়কর রিটার্নে আয় গণনা করার সময় অধিগ্রহণের খরচ ব্যতীত অন্য কোনো ছাড় মিলবে না।

পাশাপাশি তিনি বলেন, ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে সিবিডিসি তৈরি করছে আরবিআই। যা ২০২৩ অর্থবছরেই চালু হয়ে যাবে। আরবিআই-এর ভার্চুয়াল মুদ্রার এই নিজস্ব সংস্করণ চালু করার প্রক্রিয়া চলছে।

বর্তমানে ক্রিপ্টোকারেন্সির মতো বেসরকারি ভার্চুয়াল মুদ্রায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন একটা বড়ো অংশের মানুষ। এমন পরিস্থিতিতে নিজস্ব সিবিডিসি নিয়ে আসার প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen