বাজেট নিয়ে বিশিষ্টরা কে কী বললেন

গতকাল সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

February 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ফেব্রুয়ারিতে পাঁচ রাজ্যের ভোট। তার আগে গতকাল সংসদে বাজেট ২০২২ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট পেশ করার পরেই প্রতিক্রিয়া জানিয়েছে দেশের রাজনৈতিকমহল।

দেখে নেওয়া যাক কে কী বললেন বিজেপি সরকারের সাধারণ বাজেট নিয়ে।

কাজের কাজ না করে বাগাম্বড়ে ডুবে রয়েছে সরকার- মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো

মোদী সরকারের শূন্যগর্ভ বাজেট। বেতনভূক কর্মচারী, মধ্যবিত্ত, গরিব, পিছিয়ে পড়া শ্রেণি, যুবক, কৃষক, এমএসএমই-র জন্য কিছুই নেই। —রাহুল গান্ধী, প্রাক্তন কংগ্রেস সভাপতি

নতুন কিছু প্রতিশ্রুতির ঘোষণা করে জনচিত্ত জয় করার চেষ্টা হয়েছে বাজেটে। অতীতের ঘোষণা এবং প্রতিশ্রুতিগুলি ভুলে যাওয়া হয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত? দারিদ্র, বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং কৃষকদের আত্মহত্যার মতো বিষয় নিয়ে কেন কোনও চিন্তা নেই কেন্দ্রের? —মায়াবতী, বহুজন সমাজ পার্টির প্রধান

করোনা পরিস্থিতিতে বাজেট নিয়ে সরকারের থেকে মানুষের অনেক বেশি প্রত্যাশা ছিল। বাজেট মানুষকে হতাশ করেছে। সাধারণ মানুষের এই বাজেট থেকে কোনও প্রাপ্তি নেই। মূল্যবৃদ্ধি হ্রাস নিয়ে কোনও ঘোষণা নেই। —অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির সুপ্রিমো

হীরেই এখন সরকারের প্রকৃত বন্ধু। কৃষক, মধ্যবিত্ত, দিন আনি দিন খাই মানুষ, বেকারদের নিয়ে কোনও চিন্তা নেই। এঁরা পিএম কেয়ার্সের তালিকায় নেই। —ডেরেক ও’ব্রায়েন, তৃণমূল মুখপাত্র

কার জন্য বাজেট? এই বাজেট ৭৫ শতাংশ সম্পদের মালিক ১০ শতাংশ বড়লোকের জন্য। মহামারীর সময় যাঁরা বিপুল মুনাফা করল, তাঁদের উপর কেন আরও বেশি কর চাপানো হল না? —সীতারাম ইয়েচুরি, সাধারণ সম্পাদক, সিপিএম

মাননীয়া অর্থমন্ত্রী! এখনও কি সার্বিক উন্নয়নের কথা বলবেন? —প্রিয়াঙ্কা চতুর্বেদী, শিবসেনা সাংসদ

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen