টাকার দামে রেকর্ড পতন! বুধবার ডলার প্রতি মূল্য ৯০ পেরিয়ে গেল

December 3, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৩৬:  রেকর্ড পতন! ডলারের তুলনায় টাকার মূল্য পৌঁছল ৯০ টাকায়। টাকার দরে পতনের এটাই সর্বকালীন রেকর্ড। সোমবার মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ছিল ৮৯.৭৩ টাকা। মঙ্গলবার তা হয় ৮৯.৭৫ টাকায়। আজ, বুধবার ফের তা ৯০ পেরিয়ে গেল।

সাফ কথায় শক্তিশালী হয়েছে ডলার, মুখ থুবড়ে পড়েছে টাকা। এর বিরাট প্রভাব পড়ছে দেশীয় অর্থনীতির উপর। বিশেষজ্ঞ মহলের দাবি, অস্থিরতা চলবে। ক্রমেই আরও নিম্নমুখী হচ্ছে টাকা। বিরোধীরা এই পতনের জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে। তারা মোদী সরকারের ‘ব্যর্থতা’কে দায়ী করেছে।

প্রসঙ্গত, শুধু ভারতের টাকা নয়। এশিয়ার প্রায় সব দেশের মুদ্রাগুলিরই অবস্থা খারাপ। তবে চীনের মুদ্রা, তাইল্যান্ডের ভাট ইত্যাদি বেশ ভাল জায়গায় রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে চাপে ভারতীয় মুদ্রা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen