লালকেল্লা বিস্ফোরণ কাণ্ড, বাড়ছে শীতের কামড়, অস্থির বাংলাদেশে রায় ঘোষণার দিন, শুক্রে ইডেনে ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্টে শুরু, আজ নজরে কোন কোন খবর?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:৩০: লালকেল্লার অদূরে বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা বলল কেন্দ্র
দিল্লিতে লালকেল্লার সামনে গাড়ি বিস্ফোরণকে সরাসরি সন্ত্রাসবাদী হামলা বলে ঘোষণা করেছে ভারত সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তদন্ত সংস্থাগুলিকে দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা ষড়যন্ত্রের মূল শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছেন। হরিয়ানার এক গ্রাম থেকে উদ্ধার হয়েছে অভিযুক্ত উমর নবির আরেকটি গাড়ি, তিনি বিস্ফোরণের সময় উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। কেন্দ্র জানিয়েছে, এই ঘটনার তদন্তে তারা সরাসরি নজর রাখছে। দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে।
হেমন্তেই শীতের ছোঁয়া কলকাতায়
বুধবার এক ধাক্কায় শহরের তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রিতে। কিছু জেলায় ইতিমধ্যে ১৩ ডিগ্রিতে পৌঁছেছে পারদ পতন। আলিপুর হাওয়া অফিদের পূর্বাভাস, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া ও উত্তুরে হাওয়ার দাপট থাকবে।
আজ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা
আজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার দিন। মনে করা হচ্ছে, উত্তাল হবে রাজনৈতিক পরিস্থিতি। একই দিনে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ করার ডাক দিয়েছে আওয়ামী লীগ। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ওপার বাংলার পরিস্থিতির দিকে আজ আন্তর্জাতিক মহলের নজর থাকবে।
আগামীকাল শুরু ইডেন টেস্ট, শুভমন বনাম বাভুমা
আগামীকাল, শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। শুভমন গিলের নেতৃত্বে ভারত কি ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন প্রোটিয়াদের চাপে ফেলতে পারবে? ম্যাচের আগের দিন সম্ভাব্য একাদশ নিয়ে জোর চর্চা চলছে।
আইপিএল রিটেনশন ডেডলাইন: কারা থাকছেন, কারা বাদ?
শনিবার প্রকাশিত হবে আইপিএল ২০২৬ মরশুমের রিটেনশন তালিকা। ১০টি দল ওই দিনই জানাবে, তারা কাদের রাখছে এবং কাদের ছেড়ে দিচ্ছে। এবার খেলোয়াড় ধরে রাখার সংখ্যা নির্দিষ্ট নয়, ফলে কৌশল নির্ধারণে দলগুলির মধ্যে চলছে জোর প্রস্তুতি।