Red Road Carnival: ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যে শুরু অনুষ্ঠান, দর্শকদের জন্য আর কী চমক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৪০: দুর্গোৎসবের পর রেড রোডে (Red Road) ফের জমকালো আয়োজন, দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival)। প্রতি বছরের মতো এবারও রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই গ্র্যান্ড শোভাযাত্রা রঙে, আলোয় ও সংস্কৃতির ছোঁয়ায় ভরপুর। রবিবার বিকেল সাড়ে চারটেয় শুরু হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান, যার সূচনা হবে বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের পরিবেশনায়।
এবারের কার্নিভালে অংশ নিচ্ছে ১১৩টি পুজো কমিটি। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৪,০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবে। এই বছর দক্ষিণ কলকাতা থেকে ৬০টি এবং উত্তর কলকাতা থেকে বাকি কমিটিগুলি অংশ নিচ্ছে। প্রতিটি কমিটিকে মূল মঞ্চের সামনে দু’মিনিট করে সময় দেওয়া হবে নিজেদের সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরার জন্য। রেড রোডের দু’পাশে ২০ হাজার দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষ থেকে বিশিষ্টজন, সবাই উপভোগ করতে পারেন এই উৎসবের আবহ।
আন্তর্জাতিক স্তরেও নজর কাড়তে চলেছে এই কার্নিভাল। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং UNICEF-এর প্রতিনিধিদের। কলকাতার সংস্কৃতি, ঐতিহ্য এবং পুজোর জাঁকজমককে বিশ্ব দরবারে তুলে ধরতেই এই আয়োজন।