গবেষণাক্ষেত্রে নরওয়ের সর্বোচ্চ সম্মান হলবার্ক পুরস্কারে ভূষিত গায়ত্রী চক্রবর্তী স্পিভাক

মুখ্যমন্ত্রীর কথায়, বাংলা সাহিত্যের সর্বকালের সেরা ধ্রুপদী সাহিত্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা সকলকে অনুপ্রাণিত করে।

March 17, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিক্ষা-সমাজবিজ্ঞান-আইন-তাত্ত্বিক গবেষণাক্ষেত্রে নরওয়ের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন প্রবীণ বাঙালি সাহিত্যিক-দার্শনিক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। তাঁকে অভিনন্দন জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অধ্যাপক গায়ত্রীর উদ্দেশ্যে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, “সর্বোচ্চ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে (Gayatri Chakravorty Spivak) অভিনন্দন। এ বছর তিনি নরওয়ের হলবার্ক পুরস্কার (Holberg Award) অর্জন করেছেন, যা সামাজিক ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে অন্যতম সেরা পুরস্কার হিসেবে গণ্য হয়। এই সম্মান লাভ করে তিনি আমাদের গর্বিত করেছেন।”

মুখ্যমন্ত্রী আরও লেখেন, সাহিত্য ও দর্শনের ক্ষেত্রে অধ্যাপক স্পিভাকের অবদান বহুল পরিচিত। বাংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় দরিদ্র মানুষের জন্য তাঁর দীর্ঘ ও সুদূরপ্রসারী স্বেচ্ছাশ্রমের জন্য মুখ্যমন্ত্রী সাহিত্যিকের প্রতি মুগ্ধ। মুখ্যমন্ত্রীর কথায়, বাংলা সাহিত্যের সর্বকালের সেরা ধ্রুপদী সাহিত্যগুলিকে ইংরেজিতে অনুবাদ করার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা সকলকে অনুপ্রাণিত করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen