১৭৮টি বেহাল রাস্তা মেরামত ও পুননির্মাণের কাজ শুরু উত্তর দিনাজপুরে
জেলাশাসক অরবিন্দকুমার মীনা জানালেন, ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জেলার ১৭৮টি রাস্তার পুননির্মাণ শুরু হচ্ছে।
Authored By:

উত্তর দিনাজপুর জেলায় ১৭৮টি বেহাল রাস্তা মেরামত ও পুননির্মাণ করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে পথশ্রী প্রকল্পের কাজ শুরু করল জেলা প্রশাসন। আজ কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলাশাসকের কার্যালয়ে বিবেকানন্দ সভাকক্ষে সাংবাদিক সম্মেলন করে পথশ্রী প্রকল্পের কথা তুলে ধরেন জেলাশাসক। জেলাশাসক অরবিন্দকুমার মীনা জানালেন, ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত জেলার ১৭৮টি রাস্তার পুননির্মাণ শুরু হচ্ছে।
বিভিন্ন ব্লকে এলাকার জনপ্রতিনিধিরা, বিধায়ক, মন্ত্রী এই পথশ্রী অভিযান কাজের শুভারম্ভ করছেন। এজন্য মোট ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আনুমানিক ৪০০ কিলোমিটার রাস্তার পুননির্মাণ করা হবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। জেলাশাসক অরবিন্দকুমার মীনা আরও জানান, মূলত দিদিকে বলো এবং সিএমআরও দপ্তরে অভিযোগ এবং আবেদনের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই পথশ্রী প্রকল্পের কাজ শুরু করেছেন। এদিন সাংবাদিক সম্মেলনে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মণ ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে।