‌‌সাধারণ নাগরিকের মতো হাইকোর্টে যান‌- রিপাবলিক টিভিকে ভৎসনা সুপ্রিম কোর্টের

‌ রিপাবলিক সহ আরও দু’‌টি চ্যানেলের বিরুদ্ধে কারচুপি করে নিজেদের টিআরপি বাড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ।

October 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

টিআরপি কারচুপির মামলায় সিবিআই তদন্ত হোক। দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রিপাবলিক টিভি। পাল্টা একহাত নিল সুপ্রিম কোর্ট। জানাল, ‘‌সাধারণ নাগরিকের মতো হাইকোর্টে যান।’‌

তিন বিচারপতির বেঞ্চ জানাল, ‘‌হাইকোর্ট এই মামলাটি দেখছে। তাদের টপকে এই আবেদন গ্রহণ করলে বার্তা যাবে, যে হাইকোর্টের ওপর আমাদের আস্থা নেই। অপরাধ বিধির আওতায় তদন্তের মুখে পড়লে বাকি সাধারণ নাগরিক যা করে, সেই পথেই আপনারাও হাইকোর্টে যান।’‌

মুম্বই পুলিশও এই পিটিশনের ঘোরতর বিরোধিতা করেছে। জানিয়েছে, তদন্ত ভেস্তে দেওয়ার জন্যই এসহব করছে রিপাবলিক টিভি চ্যানেল। বুধবার রাতে সুপ্রিম কোর্টে অ্যাডভান্স পিটিশন দায়ের করেছে মুম্বই পুলিশও। তাতে অভিযোগ করেছে, এই মামলা নিয়ে চ্যানেল অনুষ্ঠান করছে। চ্যানেলের এডিটর–ইন–চিফ অর্ণব গোস্বামী বিতর্ক চালাচ্ছেন। সাক্ষীদের সওয়াল করছেন। তাঁদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এভাবে আসলে আইনকেই অবমাননা করছে তারা।

চ্যানেলটি নিজেদের পিটিশনে জানিয়েছে, তাদের বাক্‌স্বাধীনতা হরণ করা হচ্ছে। মুম্বই পুলিশের দাবি, ‘‌বাক্‌স্বাধীনতাকে তদন্তের বিরুদ্ধে ঢাল করা যায় না।’‌ রিপাবলিক সহ আরও দু’‌টি চ্যানেলের বিরুদ্ধে কারচুপি করে নিজেদের টিআরপি বাড়ানোর অভিযোগে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশ। রিপাবলিক টিভি যদিও দাবি করেছে, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে তারা মুম্বই পুলিশের দিকে আঙুল তুলেছিল বলেই এফআইআর হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen