অভিষেকের আর্জিতে সাড়া, আজই অনশন প্রত্যাহার মতুয়াদের

November 17, 2025 | < 1 min read
Published by: Ritam

লনিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৮: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের আবেদনে সাড়া দিলেন অনশনরত মতুয়ারা। SIR-র প্রতিবাদে চলা অনশন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর (Mamatabala Thakur)। আজ, সোমবার দুপুর ১২ অনশন প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন তিনি। এরপর বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন, SIR-র নামে কোনওরকম অন্যায় বরদাস্ত করা হবে না।

মতুয়ারা মনে করছেন, SIR-র জেরে ফলে অনেকের নাম বাদ যেতে পারে। তাই প্রতিবাদে মতুয়ারা ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে আমরণ অনশনে বসেছেন। মমতাবালা ঠাকুর সহ ১০ জন অনশন চালিয়ে যাচ্ছিলেন। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে ঠাকুরবাড়িতে যায় তৃণমূলের প্রতিনিধি দল। রাতেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মমতা ঠাকুর।

রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর বলেন, “আগামিকাল (সোমবার) বেলা বারোটার সময় অনশন তুলে নেওয়া হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছেন। তাঁর চিঠিকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত।” তিনি আরও জানান, অনশন তুলে নেওয়া হচ্ছে কারণ এবার বৃহত্তর আন্দোলন হবে। দিন যত গড়াচ্ছে, SIR নিয়ে মতুয়াদের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে। যার প্রভাব বিজেপির ভোটবাক্সে পড়তে পারে বলে আশঙ্কা করছে গেরুয়া শিবির।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen