কাঠুয়াকে কলকাতার সঙ্গে মেলালেন রাহুল, পাল্টা খোঁচা সাকেতের
কাঠুয়া ধর্ষিতা হয়েছিল আট বছরের মেয়ে আসিফা। ধর্ষকদের মুক্তির দাবিতে মিছিল করেছিলেন লাল সিং।
August 15, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা এক্স-পোস্টে কলকাতার সঙ্গে কাঠুয়াকে মিলিয়ে দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তার পাল্টা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে, তিনি লাল সিংয়ের কংগ্রেসের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। উল্লেখ্য, কাঠুয়া ধর্ষিতা হয়েছিল আট বছরের মেয়ে আসিফা। ধর্ষকদের মুক্তির দাবিতে মিছিল করেছিলেন লাল সিং।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এই লাল সিংকে দলে নিয়ে জম্মুর উধামপুর থেকে টিকিট দেয় কংগ্রেস। রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে সেই ঘটনাকেই স্মরণ করান সাকেত।