RG Kar Protest: নবান্ন অভিযানে জখম নির্যাতিতার মা, শুভেন্দুকে দায়ী করল অভয়া মঞ্চ

পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন নির্যাতিতার মা-বাবা।

August 9, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৮: আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের একবছর পূর্তি। আজ শনিবার শহরজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন নির্যাতিতার মা-বাবা। অভিযোগ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় নির্যাতিতার মা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় পুলিশের পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে অভয়া মঞ্চ।

তবে সামাজিক সংগঠন ‘অভয়া মঞ্চ’-র দাবি, পুলিশের পাশাপাশি যাঁরা নির্যাতিতার মা-বাবাকে নবান্ন অভিযানে নিয়ে গিয়েছিলেন, তাঁদেরও দায় আছে। সংগঠনের আহ্বায়ক তমোনাশ চৌধুরী বলেন, “আমরা এক বছর ধরে তাঁদের নিয়ে আন্দোলন করেছি, এমন ঘটনা ঘটেনি। আজ ঘটেছে, তাই বলতেই হবে।” সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিল আর এগিয়ে নেওয়া হবে না, হাজরা মোড়ে বসেই শান্তিপূর্ণ অবস্থান চলবে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেস বিজেপির অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, বিজেপি নেতারা রাজনৈতিক স্বার্থে নির্যাতিতার মা-বাবাকে ব্যবহার করেছেন। তাঁর দাবি, এক বিজেপি নেতা নিজেকে প্রচারে আনার জন্য ভিড়ের মধ্যে নির্যাতিতার মাকে ঠেলে ফেলে দেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপি নেতা কৌস্তভ বাগচীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “নিজের মুখ ক্যামেরায় দেখাতে গিয়ে অভয়ার মাকে ঠেলে দিয়েছেন। এটা নোংরামো।” তিনি প্রশ্ন তোলেন, “যে বিজেপি সিবিআইয়ের মালিক, তাঁদের সঙ্গে অভয়ার মা-বাবা কেন যাচ্ছেন?”

ঘটনা ঘিরে দুই পক্ষের অভিযোগ- পাল্টা অভিযোগে বাড়ছে উত্তেজনা। শেষ পর্যন্ত সিবিআই তদন্তে গতি আনতে এই কর্মসূচির অভিমুখ CGO Complex নাকি নবান্ন অভিযান, কোনটা হওয়া উচিত সেই নিয়ে চলছে রাজনৈতিক তরজা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen