অভিষেকে অনবদ্য ব্যাটিং রিঙ্কুর, ৩৩ রানে ভারত হারাল আয়ারল্যান্ডকে

আজ ডাবলিনে ভারত ও আয়ারল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলা ছিল।

August 20, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ডাবলিনে ভারত ও আয়ারল্যান্ডের সঙ্গে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলা ছিল।

আয়ারল্যান্ড টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ২৯ রানের মাথায় যশস্বী আউট হয় ১৮ রান করে। ৩৪ রানের মাথায় তিলক ভার্মা আউট হন ১ রান করে। রুতুরাজ গায়েকয়ার ও সঞ্জু স্যামসন তৃতীয় উইকেটে ৭১ রান যোগ করেন দুজনে। রুতুরাজ করেন ৪৩ বলে ৫৮ রান, সঞ্জু স্যামসন ২৬ বলে ৪০ রান করেন। এই ম্যাচে অভিষেক হয় রিঙ্কু সিং-র। রিঙ্কু সিং ও শিবম দুবে ঝোড়ো ব্যাটিং করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম ৬ মারেন আজ। সব মিলিয়ে ৩টে ৬ মেরে ২১ বলে ৩৮ রান করে আউট হন রিঙ্কু সিং। শিবম দুবে ১৬ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে ভারত। আয়ারল্যান্ডের হয়ে ২টি উইকেট নেন ম্যাকার্থি। ১টি করে উইকেট নেন অ্যাডেয়ার, ক্রেগ ইয়াং ও বেঞ্জামিন হোয়াইট।

ব্যাটিং করতে নেমে ১৯ রানের মাথায় পরপর দুটো উইকেট পড়ে যায়। আউট হন স্টারলিং ও টাকার। প্রসিদ্ধ কৃষ্ণ এদের দুজনের উইকেট তুলে নেয়। রবি বিষ্ণই দুটি উইকেট তুলে নেয়। ডকরেল রান আউট হন ১৩ রান করে। ৫১ বলে ৭২ রান করে আউট হন অ্যান্ড্রু। অর্শদীপ সিং আউট করেন অ্যান্ড্রুকে। ম্যাকার্থি ও অ্যাডেয়ারকে আউট করে অধিনায়ক বুমরাহ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে টি২০ সিরিজে ২-০ এগিয়ে রইল ভারত। ম্যান অফ দা ম্যাচ হয়েছেন রিঙ্কু সিং।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen