ইডেন টেস্টের আগে চিন্তা বাড়ালেন ঋষভ,২০ মিনিটে তিন বার আঘাত পেয়ে মাঠ ছাড়লেন পন্থ!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৬: ইংল্যান্ড সিরিজের চোট কাটিয়ে ফিরেছিলেন, কিন্তু ফের অঘটন! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টে নামতেই নতুন করে চোটের আতঙ্কে পড়লেন ঋষভ পন্থ। শনিবার মাত্র ২০ মিনিটের মধ্যেই তিনবার বলের আঘাতে কাবু হয়ে মাঠ ছাড়তে বাধ্য হলেন ভারতীয় তারকা উইকেটকিপার-ব্যাটার।
বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে চলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্ট। সেই দলের অধিনায়ক পন্থই। প্রথম ইনিংসে করেন ২৪ রান। দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেছিলেন—পরপর চার, চার, ছক্কা। কিন্তু এরপরেই ঘটে বিপত্তি। প্রোটিয়া বোলার শেপো মোরেকির এক বল সোজা এসে লাগে তাঁর হেলমেটে। সঙ্গে সঙ্গে কনকাশন টেস্ট করা হয়। খেলা পুনরায় শুরু করলেও কিছুক্ষণ পর মোরেকির আরও দুটি শর্ট বল সোজা গিয়ে লাগে তাঁর বাঁ হাতে এবং তলপেটে। যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ, ফিজিও এসে সেবা করার পর আর ঝুঁকি নেননি। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।
যদিও এখনই বোঝা যাচ্ছে না চোট কতটা গুরুতর, তবুও ইডেনে ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে পন্থকে পাওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে ভক্তদের মনে। ভারতের উইকেটকিপারের প্রত্যাবর্তনের গল্প কি আবার থেমে যাবে মাঝপথে? এখন সেই দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।